বিবৃতি
কেন আমি কমিউনিস্ট হলাম
-- পাবলো পিকাসো

কমিউনিস্ট পার্টিতে আমার যোগদান আমার জীবন ও আমার কাজের যৌক্তিক পরিণতি। তা আমার জীবন ও কাজকে অর্থপূর্ণ করে তুলেছে। রঙে রূপে আমি সর্বদাই চেষ্টা করেছি বিশ্বের জ্ঞানজগতের গভীরে, মানুষের গভীরতর অন্তরে ঢুকতে, যাতে সেই জ্ঞান আমাদের জন্য মুক্তি নিয়ে আসে। আমার নিজস্ব পথে আমি সবসময় সে কথাই বলেছি যেগুলিকে আমি সবচেয়ে সত্য, সবচেয়ে সঠিক ও মঙ্গলময়, এবং সে কারণে সর্বোৎকৃষ্ট সুন্দর বলে মনে করেছি। কিন্তু নিপীড়ন ও অভ্যুত্থানের দিনগুলিতে আমি অনুভব করলাম যে ওটুকুই যথেষ্ট নয়। উপলব্ধি করলাম যে কেবল ছবি এঁকে লড়াই করলেই হবে না, বরং আমাকে লড়তে হবে আমার সমগ্র সত্তা সমগ্র অস্তিত্ব দিয়ে। এর আগে পর্যন্ত এক ধরনের “নিষ্পাপ নির্বুদ্ধিতা”-র কারণেই হয়তো এই কথা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আমি কমিউনিস্ট হয়েছি কারণ আমাদের পার্টি অন্য যে কারও থেকে বেশি সংগ্রাম করে এই বিশ্বকে জানতে বুঝতে গড়তে, মানুষকে আরও স্বচ্ছদৃষ্টি সম্পন্ন সুচিন্তক, আরও মুক্ত স্বাধীন ও আরও সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে।

আমি কমিউনিস্ট হয়েছি কারণ ফ্রান্সে, সোভিয়েত ইউনিয়নে এবং আমার দেশ স্পেনেও কমিউনিস্টরাই সবচেয়ে সৎসাহসী। কমিউনিস্ট পার্টিতে যোগদানের আগে আমি কখনও এত মুক্ত এত পূর্ণবোধ করিনি। স্পেন আমাকে কবে আবার ফিরিয়ে নেবে সেই অপেক্ষায় যতদিন আছি ততদিন ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টিই আমার জন্য পিতৃভূমি। এখানেই আমি আবার ফিরে পেয়েছি আমার সকল প্রিয় বন্ধুদের - মহান বিজ্ঞানী পল ল্যাঞ্জভাঁ ও ফ্রেডেরিক জোলিও-কুরি, মহান লেখক লুই অরাগঁ আর পল এলুয়ার, প্যারিসের বিদ্রোহীদের আরও কত প্রিয় মুখেরা। আমি আবার আমার ভাইবোনদের মাঝে এসে গেছি।

অক্টোবর ১৯৪৪

খণ্ড-26
সংখ্যা-34