গত ২ নভেম্বর দক্ষিণ ২৪ পরগণার উস্তি-ডায়মন্ডহারবার লোকাল কমিটির নেতৃত্বে সকালে বাণেশ্বরপুর বাজার, কারবালা ঘোড়া মোড়সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচারসভা এবং বিকালে উস্তি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। বন্দী কাশ্মীরের মুক্তির দাবিতে, এনআরসির বিরোধিতা করে এবং আর্থিক সংকটের স্বরূপ উন্মোচিত করে বক্তব্য রাখেন বক্তারা। বিকালে উস্তি বাজারে বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগণা জেলা সিপ আই(এমএল) সম্পাদক কিশোর সরকার, জেলা নেতা দিলীপ পাল, নবকুমার বিশ্বাস এবং স্থানীয় গণতান্ত্রিক বুদ্ধিজীবী অমর মন্ডল। সভায় শ্রমজীবী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।