১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তির সংগ্রামের প্রতীক দিবসে কলকাতায় কয়েক হাজার মানুষ দৃপ্ত মিছিল করল। মিছিল মধ্য কলকাতার মৌলালী নিকটবর্তী রামলীলা পার্ক থেকে বের হয়ে শিয়ালদহ, কলেজ স্ট্রীট, চিত্তরঞ্জন এভিনিউ ধরে মহাজাতি সদনে পৌঁছে শেষ হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে সাম্রাজ্যবাদী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের বিশ্ব রাজনীতিতে ছড়ি ঘোরানোর বিরুদ্ধে, আওয়াজ ওঠে কেন্দ্রের মোদী সরকারের কাশ্মীর পলিসি, অসমে এনআরসি পলিসির বিরুদ্ধে; পশ্চিমবঙ্গে তৃণমূলী শাসনের দুর্নীতি-দলতন্ত্রের বিরুদ্ধে। মিছিলে সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্থ ঘোষ, কার্তিক পাল সহ আরও অনেকেই। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বিভিন্ন দলনেতারা বিমান বসু, মনোজ ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। সিপিআই(এমএল) লিবারেশানের পক্ষ থেকে বলেন পার্থ ঘোষ।