দিল্লীর বহুতলে বেআইনিভাবে চলা কারখানায় আগুনে পুড়ে গণ-শ্রমিক মৃত্যু ও আহতের ঘটনায় এআইসিসিটিইউ দাবি তুলেছে —
দিল্লীতে শতাধিক শ্রমিক হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে হবে।
শ্রমআইন লঙ্ঘনকারী ফ্যাক্ট্রি মালিক ও প্রশাসনিক পদাধিকারীদের কঠোর সাজা দিতে হবে।
মৃতের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ ও আহতদের প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
ফ্যাক্ট্ররি এ্যাক্টে শ্রমিক বিরোধী কোনো পরিবর্তন মানবো না।
দিল্লীর শ্রমিক হত্যার দায় কেজরীবাল সরকার এবং এমএসডি প্রশাসনকেই নিতে হবে।
ঘনবসতিপূর্ণ এলাকাতে আইনি বেআইনি সমস্ত কারখানা বন্ধ করতে হবে।
প্রবাসী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ ও সুরক্ষার জন্য প্রভাবকারী আইন বানাও।