কমরেড ক্ষিতি গোস্বামী অমর রহে

২৬ নভেম্বর আরএসপি-র প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ক্ষিতি গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানাতে সিপিআই(এম এল) লিবারেশনের তরফ থেকে কার্তিক পাল, জয়তু দেশমুখ, বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, ধীরেশ গোস্বামী, বাবুন দে, অশোক সেনগুপ্ত, ও আইসার নেত্রী অন্বেষা আরএসপি-র পার্টি অফিসে গিয়ে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন বাম দল ও অন্যান্য গণ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

 

শোকবার্তা

আরএসপি-র বর্তমান সাধারণ সম্পাদক কমরেড ক্ষিতি গোস্বামী ২৪ নভেম্বর ভোর ৪টায় চেন্নাইতে হাসপাতালে মারা যান। ভালো একজন রাজনৈতিক বন্ধুকে হারালাম। নিজেদের দুর্বলতা ও অসুবিধার কথা বলতেন। তাঁর মৃত্যু অবশ্যই বামপন্থী আন্দোলনের এক বড় ক্ষতি। করন্দা গণহত্যার পর ঐ গ্রামে ছুটে গেছেন এবং তীব্র নিন্দা করেছেন। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং প্রতিবাদে মন্ত্রীত্বও ছেড়ে দিয়েছেন। সেই সময় আমরা যখন বিভিন্ন সংগঠন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কনভেনশন সংগঠিত করি তখন বামফ্রন্টে থেকেও সহযোগিতা করেছেন। আমরা যখন ৭০ দশকের গণহত্যার বিরুদ্ধে বিচারের দাবি নিয়ে ১২ দিনের গণতান্ত্রিক অধিকার যাত্রা সংগঠিত করি তখন পাশাপাশি সরোজ দত্তের মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। আন্দোলনের চাপে সরকার যখন মানতে বাধ্য হয়েছে, তখন মূর্তি প্রতিষ্ঠার কাজে আমাদের সহযোগিতা করেছেন। আমরা তাঁর বামপন্থী আন্দোলনে ইতিবাচক ভূমিকা ভুলতে পারি না। আমাদের পার্টি গভীর শোক প্রকাশ করেছে। আরএসপি এবং বামপন্থী পার্টিগুলির নেতা ও কর্মীদের শোকের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। প্রয়াত কমরেডের শোকগ্রস্ত পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি।

- কার্তিক পাল
সিপিআই(এমএল) লিবারেশন

খণ্ড-26
সংখ্যা-38