খবরা-খবর
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিলন উৎসব

২৪ নভেম্বর রবিবার হাওড়া জেলার আশা কর্মী ইউনিয়নের স্থানীয় সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাণীহাটি হাকলা হাইস্কুলে এক মিলন উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বিষয় ছিল — “এনআরসি’’। আলোচনা সভার সূচনা করেন ডাঃ দেবাশীষ মুখার্জী ও কল্যাণী গোস্বামী। আশা কর্মী সূপর্ণার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। ‘এনআরসি’ নিয়ে এআইপিএফ-এর পক্ষ থেকে মলয় তেওয়ারী খুব সহজ সরলভাবে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ছাত্র সংগঠন এআইএসএ’র অন্যতম নেতা নিলাশীষ বসু ও লেখক সাদিক হোসেন। লেখক অতনু চ্যাটার্জী কবিতা পাঠের আগে এনআরসি নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অধ্যাপক অমিত দাশগুপ্ত, শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ-র হাওড়া জেলা কমিটির সভাপতি দেবব্রত ভক্ত, আশা কর্মী নমিতা ও অন্যান্যরা। আলোচনা সভা পরিচালনা করেন আশা কর্মী রূপালী বাগ ও শিখা গায়েন। নৃত্য পরিবেশন করেন তমালী রায়, কবিতা পাঠ করেন মারিয়া পারভিন। সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে সভা শেষ হয়।

খণ্ড-26
সংখ্যা-38