শিলিগুড়ি জেএনইউ হোস্টেলে ফি বৃদ্ধি নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর দিল্লি পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ সহ শিক্ষা বিল ২০১৯ বাতিলের দাবি এবং হাওড়ার বালিতে আইসার বিক্ষোভ কর্মসূচীতে বিজেপি দুষ্কৃতীদের হামলার বিরুদ্ধে শিলিগুড়িতে আইসা এবং আরওয়াইএ বিক্ষোভ মিছিল সংঘটিত করে। সিপিআই(এমএল) অফিস চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি হিলকার্টরোড হয়ে হাসমিচকে শেষ হয়। হাওড়ার বিক্ষোভ কর্মসূচীতে হামলার প্রতিবাদে মিছিলে সকলে বুকে কালো ব্যাজ লাগিয়ে হাঁটেন। মিছিলে নেতৃত্ব দেন শিখা সিংহ, জয়ন্ত বর্মন, মুকুল চক্রবর্তী, পুনম রায়, সুমন্তী এক্কা, বিক্রম সরকার অভিজিত রায়, তাপস বর্মণ, শাশ্বতী সেনগুপ্ত, প্রলয় চতুর্বেদী, মামণি বর্মণ, প্রতিমা সিংহ প্রমুখ।
দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে চলা ফি বৃদ্ধির বিরুদ্ধে, আন্দোলনরত জেএনইউ-এর ছাত্র-ছাত্রীদের উপর দিল্লি পুলিশের বর্বর আক্রমণকে ধিক্কার জানিয়ে, জেএনইউ-র ঘটনার প্রতিবাদে বালিতে আইসার প্রতিবাদী জমায়েতে হামলাকারী বিজেপি-আরএসএসের গুণ্ডাবাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, ২০ নভেম্বর আইসা কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদী জমায়েত এবং মিছিল করে দীর্ঘ সময় ধরে কলেজ স্ট্রিট অবরোধ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। নয়া শিক্ষানীতি বাতিলের দাবির সাথে সাথে এনআরসি-র বিরুদ্ধে জোরদার লড়াইয়ের শ্লোগান উঠে আসে বিজেপি আরএসএস বুঝে নিক, হামলা দিয়ে মামলা দিয়ে আমাদের রোখা যাবে না। আমরা আওয়াজ তুলবই — জান থাকতে হারব না শিক্ষা বেচতে দেব না ফ্যাসিবাদ মানব না।