গত ২০ আগস্ট হুগলী জেলার জিরাটে বলাগড় ব্লকের বিডিও-র কাছে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ এবং আয়ারলার পক্ষ থেকে জেলা জুড়ে চলমান গ্রামীণ জনতার ডেপুটেশন ও আন্দোলন কর্মসূচীর অংশ হিসাবে কয়েকটি দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। দুপুর ৩টায় জিরাট কলেজের সামনে থেকে লাল পতাকা ও ধামসা মাদলে সজ্জিত প্রায় শ’খানেক মানুষের মিছিল গ্রামের ভেতর দিয়ে পরিক্রমা করে বড় রাস্তা দিয়ে বিডিও অফিসের সামনে পৌঁছায়। অফিসের সামনে তখন স্থানীয় মানুষদের পরিবহন খরচ বৃদ্ধির বিরুদ্ধে একটা জমায়েত ও বিক্ষোভ চলছিলো, যার উপর প্রশাসন আক্রমণ নামায়। আদিবাসী মঞ্চ ও আয়ারলার পক্ষ থেকে এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে এলাকার মানুষদের ঐ প্রতিবাদ কর্মসূচীর প্রতিও সংহতি জানানো হয়। এদিকে সংগঠনের পক্ষ থেকে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে এবং এই প্রকল্পে ২০০ দিনের কাজ, আদিবাসী লোকশিল্পী ভাতা, বিধবা ও বার্ধক্য ভাতা, আবাস যোজনার ঘর ও বিদ্যুতের দাবিতে ডেপুটেশন দিতে যাওয়া হয়, ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সুভাষ বাউলদাস, কমলাকান্ত কিস্কু, সুখলাল মাণ্ডি, সুখমণি মাণ্ডি, অর্পিতা রায়, সেখ আনারুল ও পাগান মুর্মু। বাইরে চলতে থাকে বাকি জনতার সমাবেশে আদিবাসীদের সাংস্কৃতিক কার্যক্রম এবং আন্দোলনের বিষয়গুলির ওপর বক্তব্য রাখেন কিষাণ মহাসভার নেতা মুকুল কুমার, আয়ারলার জেলা নেতা গোপাল রায়, আদিবাসী মঞ্চের বিশ্বনাথ সরেন, আইসার সৌরভ ও সিপিআই(এমএল) লিবারেশনের জেলা কমিটির সদস্যা শোভা ব্যানার্জী।