৩৭০ এবং ৩৫এ ধারা পুনর্বহাল, সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাদের অবিলেম্ব মুক্তি, কাশ্মীর এবং সংবিধানের সাথে বিপজ্জনক খেলা বন্ধ করার দাবিতে ৫ আগস্ট শিলিগুড়িতে বামপন্থী দলগুলির যৌথ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এমএল) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দার্জিলিং জেলা সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার, পুলক গাঙ্গুলী, মোজাম্মেল হক, অপু চতুর্বদী, মীরা চতুর্বদী, মুক্তি সরকার, পবিত্র সিংহ, শরৎ সিংহ রীতা সরকার, রুবী সেনগুপ্ত , শাশ্বতী সেনগুপ্ত প্রমুখ। অন্যান্য দলগুলির নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, আরএসপি-র তাপস গোস্বামী প্রমুখ। মিছিল থেকে আওয়াজ ওঠে ফ্যাসিস্ট বিজেপি-আরএসএস দুর হঠো। কাশ্মীরের মানুষদের অধিকার জোর করে কেড়ে নেওয়া চলবে না। ৭ আগস্ট পুনরায় বামপন্থী দলগুলির যৌথ প্রতিবাদ মিছিল শহরের এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে হাসমিচকে শেষ হয়।