ছাত্রদের দাবিতে হাওড়ায় আইসার সভা

৮ জুলাই আইসা হাওড়া জেলার পক্ষ থেকে বিক্ষোভ সভা সংগঠিত হয় হাওড়া ময়দান এলাকার ফাঁসিতলা মোড়ে। সভায় বক্তব্য রাখেন আইসার রাজ্য সভাপতি নীলাশিস বসু সহ রাজ্য কমিটির সদস্য ঐশিক সাহা এবং জেলার তরফ থেকে অঙ্কিত মজুমদার। সভা পরিচালনা করেন স্থানীয় ছাত্র সৌভিক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এমএল)-এর জেলা সম্পাদক দেবব্রত ভক্ত সহ স্থানীয় জেলা নেতৃত্ব এবং আইসার রাজ্য সম্পাদক কমরেড স্বর্ণেন্দু। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে সভা। সভা শেষে ছাত্র প্রতিনিধি দল জেলাশাসক দপ্তরে অতিরিক্ত জেলাশাসকের হাতে তুলে দেয় চার দফা দাবি সহ দাবিসনদ। জেলা শাসক জানান যে উনি স্কুলের ফী সরকার নির্ধারিত ২৪০ টাকার বেশি যাতে না নেওয়া হয় সেই মর্মে প্রশাসনিক স্তরে কথা বলে দ্রুত হস্তক্ষেপ করবেন। এছাড়া আমাদের অন্যতম দাবি ছিল জেলায় সরকারী মেডিকেল কলেজ স্থাপনের। তিনি জানান যে উলুবেড়িয়া অঞ্চলে সরকার মেডিকেল কলেজের চিন্তা ভাবনা করছে ও ইতিমধ্যে তার অর্থ বরাদ্দ হয়েছে। আগামীতে এই কাজের অগ্রগতিতে স্থানীয় নেতৃত্বের নজর থাকবে।

খণ্ড-26
সংখ্যা-20