গত ২৪ জুন জলপাইগুড়িতে উত্তরবঙ্গে আঞ্চলিক পিএফ দপ্তরে চা শ্রমিকদের বকেয়া পিএফ নিয়ে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চা মালিকদের এসোসিয়েশন, সমস্ত ইউনিয়ন ও কলকাতা ও রাঁচী থেকে আগত পিএফ অধিকর্তারা উপস্থিত হন। বকেয়া পিএফ-এর বিষয়টি এড়িয়ে গিয়ে পিএফ অধিকর্তারা আধার কার্ডের জন্য জটিলতা হচ্ছে বলে দাবি করেন। চা শ্রমিকদের যুক্ত সংগঠন জয়েন্ট ফোরাম সহ সমস্ত ইউনিয়ন জোরের সাথে বকেয়া পিএফের দাবি করেন। মালিকপক্ষ আধার কার্ডের নামে যে জটিলতা তৈরি হচ্ছে তার সুযোগ নিয়ে বকেয়া প্রসঙ্গ এড়িয়ে যেতে থাকেন। ইউনিয়নগুলোর পক্ষ থেকে বলা হয় আধার বাধ্যতামূলক নয়। বাগানে বাগানে ক্যাম্প করে শ্রমিকদের নামের ত্রুটি, জন্ম তারিখ ইত্যাদি ঠিক করতে হবে। মালিকরা ও পিএফ অধিকর্তারা এই প্রসঙ্গ এড়িয়ে যেতে থাকলে সমস্ত ইউনিয়ন মিটিং থেকে শ্লোগান দিতে দিতে বেরিয়ে যান। পিএফ দপ্তরের নীচে শ্রমিকদের জমায়েতে বিক্ষোভ চলে। পিএফ অধিকর্তাদের উদাসীনতা ও মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা চলে। প্রতিবাদ সভা থেকে ঘোষণা হয় আগামী ১ ও ২ জুলাই বাগান মালিকদের এসোসিয়েশন দপ্তরে ঘেরাও বিক্ষোভ ও বাগানে বাগানে গেট সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ও প্রতিবাদ সভায় এআইসিসিটিইউ-র অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাসুদেব বসু, মুকুল চক্রবর্তী, গোপাল রায় প্রমুখ অংশগ্রহণ করেন।