হাতে হাত রেখে পথে নামো সাথী সময় দিয়েছে ডাক / ফ্যাসিবাদী গড় ভেঙে ফেলে আজ প্রতিরোধ ভাষা পাক।
আগামী ১৩ জানুয়ারি বারাসত তিতুমীর ভবনে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের দশম দ্বি বার্ষিক রাজ্য সম্মেলন ।সম্মেলনের প্রাক্কালে গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রের মসনদে আসীন মোদী সরকার প্রণোদিত ফ্যাসিস্ত এজেন্ডাগুলি দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ জনের উপর একতরফা নামিয়ে এনেছে এক নির্মম অন্যায় যুদ্ধ।আর এস এস তথা সংঘ পরিবারের হিন্দুত্বের আস্ফালন, ব্রাহ্মণ্যবাদ, মনুবাদের পেশী শক্তির যূপকাষ্ঠে প্রতিনিয়ত বলি হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘু, দলিত-আদিবাসী জনসাধারণ। গো রক্ষার নামে পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে তাদের। বিজেপি সরকারের আন্তর্জাতিক লগ্নি পুঁজি ও কর্পোরেট বান্ধব আর্থিক নীতিমালায় বিপর্যস্ত শ্রমিক কৃষক সহ অন্যান্য প্রান্তিক মানুষের জীবনযাত্রা।এই দেশদ্রোহীরাই আবার দেশপ্রেমের ঠিকাদার বলে নিজেদের জাহির করতে উদ্যত। এ সব কিছু নিয়েই ফ্যাসিবাদ, মোদী স্টাইল।অন্যদিকে দারিদ্র, অনাহার, সীমাহীন আর্থিক বঞ্চনা ও নিত্য লাঞ্ছনা প্রতিরোধের ভাষা যোগাচ্ছে দেশের প্রান্তিক মানুষের মুখে। ফ্যাসিবাদী সংস্কৃতির বেলাগাম ঘোড়া কে রুখতে আমাদেরও ভাষা খুঁজে নিতে হবে ক্ষত বিক্ষত পায়ে মাইলের পর মাইল কিষান অধিকার যাত্রার ছন্দ থেকে, মহারাষ্ট্রের দলিত উত্থানের আখ্যান থেকে, জল - জমি - জঙ্গল রক্ষায় আদিবাসী মূলবাসী জনতার নাছোড় লড়াই এর মধ্যে থেকে আর আর্থিক ও অধিকারের দাবিতে খেটে খাওয়া বিপন্ন মানুষের দেশজোড়া ধর্মঘটের মধ্যে থেকে। এক সময়ের বামপন্থী আন্দোলন, তেভাগা নকশালবাড়ি কৃষক আন্দোলনের ধাত্রীভূমি পশ্চিমবঙ্গে আজ বামপন্থাই সংকটাপন্ন। এ রাজ্যের স্বৈরাচারী একনায়িকা কেন্দ্রীয় সরকারের ফ্যাসিস্ত এজেন্ডাগুলি এখানে নরম হিন্দুত্বের মোড়কে নামিয়ে আনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একদা বাম এবং অধুনা তৃণমূলী লেখক, শিল্পী বুদ্ধিজীবীদের একটা বড় অংশ ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে নীরব বা উদাসীন । অন্যদিকে অন্যান্য রাজ্যের প্রতিবাদী লেখক চিন্তাবিদরা হয়ে উঠেছেন ফ্যাসিস্ত রাজের বিরুদ্ধে গৌরবময় প্রতিবাদী কন্ঠস্বর। এই নীরবতা কিন্তু ফিরিয়ে আনতে পারে ৩০-এর দশকের সেই আতঙ্কের দিনগুলি। গণসংস্কৃতি পরিষদ তাই আহ্বান জানাচ্ছে আসুন বন্ধু, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা একজোট হয়ে রুখে দাঁড়াই এই অপশাসনের বিরুদ্ধে, লেখা শুরু হোক ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের নয়া ইতিহাস।