অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও সারাভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি বজবজ শাখার পরিচালনায় বজবজে এক পথসভা অনুষ্ঠিত হয়। মূল দাবী ছিল -
(১) অবিলম্বে আছিপুর-ধর্মতলা,আছিপুর-ধর্মতলা-হাওড়া সরকারী বাস চালু করতে হবে এবং রাস্তা সংস্কার করতে হবে।
(২) নিউ সেন্ট্রাল জুটমিল কে অবিলম্বে খুলতে হবে এবং নিউ সেন্ট্রাল শ্রমিকদের বেকারভাতা (ফাউলাই স্কীম) অবিলম্বে পূজার আগেই দিতে হবে।
(৩)আশা-অঙ্গনওয়াড়ি, মিড-ডে-মিল কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং নূন্যতম ১৮০০০ টাকা মাসিক বেতন দিতে হবে।
(৪) গ্রামীণ মজুরদের এমজিএনআরইজিএ প্রকল্পে নূন্যতম ২০০ দিন কাজ দিতে হবে এবং সরকার নির্ধারিত নূন্যতম মজুরি দিতে হবে।
(৫) বাংলা ঊর্দূর বিভেদ নয় সব স্কুলে শিক্ষক চাই।
(৬) সাম্প্রদায়িক ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্রমজীবি মানুষ এক হও।
উক্ত সভায় বক্তব্য রাখেন সারাভারত কিষান মহাসভার জেলা সম্পাদক দিলীপ পাল, সারাভারত প্রগতিশীল মহিলা সমিতির জেলা সম্পাদিকা কাজল দত্ত, এআইসিসিটিইউ রাজ্য নেতা কিশোর সরকার।
সভায় শ্রমজীবী মানুষ, ছাত্র-যুব সাথীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার পূর্বে আইসার কমরেডরা এলাকায় হাতে লেখা পোষ্টারিং করেন এবং পরবর্তীতে আছিপুর থেকে সরকারী বাস চালানোর দাবীতে গণসাক্ষর অভিযান করেন। গণসাক্ষর কর্মসূচীতে স্থানীয় জনগণ সক্রিয় অংশগ্রহণ করেন।