১২ মে ২০২৪ হাওড়া জেলার বালি গ্রামাঞ্চল এলাকা জুড়ে সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে ‘বিজেপি হারাও, দেশ বাঁচাও , সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ প্রচার কর্মসূচি চলে। একটি মিছিল সাহেব বাগান নতুন বাজার মাকালতলা রাজচন্দ্রপুর নিশ্চিন্দা ঘোষপাড়া বাজার বালি হল্ট পঞ্চানন্দতলা হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে বিজয় সঙ্ঘ ক্লাবের সামনে শেষ হয়। এলাকা জুড়ে প্রচার কর্মসূচি চলার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বক্তারা বক্তব্য রাখেন।
একই দিনে বিকেলে গ্রামীণ হাওড়ার অন্যতম প্রাণকেন্দ্র বাগনান স্টেশন চত্বরে ‘বিজেপি হারাও, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ সভা সংগঠিত হয় সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে। সভায় বক্তব্য রাখেন পার্টির স্থানীয় সংগঠক দিলীপ দে, ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের মেহবুব আহমেদ, আইসা সর্বভারতীয় সভাপতি নীলাশিস বসু, এআইসিসিটইউ রাজ্য সম্পাদক বাসুদেব বসু ও জেলানেতা এন এন ব্যানার্জী। সমগ্র সভাটি পরিচালনা করেন পার্টির জেলা সম্পাদক দেবব্রত ভক্ত। পার্টির সদস্য সমর্থকরা ছাড়াও বহু স্থানীয় মানুষও সভার চারপাশে ভীড় করে বক্তব্য শোনেন। সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষও উৎসাহ নিয়ে সভায় উপস্থিত ছিলেন।