অমিত শাহ’র গান্ধীনগরে ভয় দেখিয়ে কয়েকজন প্রার্থিকে প্রত্যাহার করানো হল
intimidation-in-gandhinagar

১১ এপ্রিল ২০২৪। ঠিক সন্ধ্যেবেলায় সামাজিক মাধ্যমগুলিতে একটি ভিডিও ভাইরাল হয়ে উঠল। ভেসে উঠল ৩৯ বছরের জীতেন্দ্র চৌহানের মুখ। কাঁদতে কাঁদতে তিনি বললেন অমিত শাহ’র লোকজন তাঁকে ‘অপহরণ’ করে গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে বলপূর্বক প্রার্থীপদ প্রত্যাহার করাতে বাধ্য করে। “তারা আমাকে খুন করার হুমকিও দেয়। আমি সারা দেশ ও দেশবাসীর কাছে আবেদন করছি, দেশকে বাঁচান। আমাদের দেশ আজ বিরাট বিপদের মুখে।”

ঠিক পরেরদিন চৌহান তাঁরপ্রার্থীপদ প্রত্যাহার করে নেন। এই হুমকি, প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ এসেছিল আমেদাবাদের বাপুনগরের বিজেপি বিধায়ক দীনেশ সিং খুসওয়াহ’র তরফ থেকে।

গান্ধীনগর হল বিজেপির ঘাঁটি। ১৯৮৯ থেকেই ওই আসনে বিজেপি জিতে আসছে।

মিত শাহ ওই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির লক্ষ্য গুজরাটের ২৬ আসনেই জেতা। আরও দুজন প্রার্থী স্ক্রোল সংবাদ পোর্টালকে জানিয়েছেন গুজরাট পুলিশের তরফ থেকেই তাঁদের প্রার্থীপদ প্রত্যাহারের চাপ আসে। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। স্ক্রোল’এর পক্ষ থেকে গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল’কেও প্রশ্ন পাঠানো হয়, যার উত্তর আসেনি।

চৌহানকেনিয়ে মোট ১৬ জন তাঁদেরপ্রার্থীপদ প্রত্যাহার করে নেন। এদের মধ্যে ১২ জন নির্দল।

সুরাটের পর এবার গান্ধীনগর। ভয়ভীতি দেখিয়ে লোকসভা নির্বাচনের আগে প্রার্থীপদ প্রত্যাহারের ঘটনা কখনও ঘটেছিল কিনা জানানেই।

খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে এই ঘটনা প্রমাণ করে আগামীদিনে নির্বাচনকে কিভাবে প্রহসনে পরিণত করবে এই বিজেপি ফের ক্ষমতায় আসলে।

- স্ক্রোল ডটইন, ৩ মে ২০২৪

খণ্ড-31
সংখ্যা-17