চলে যাওয়া মানে প্রস্থান নয়
leaving-does-not-mean

এক শোকার্ত পরিবেশে হুগলির বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার বন্দনালয় লজে অনুষ্ঠিত হল অকাল প্রয়াত পার্টি সদস্য কমরেড হেনা সুলতানার স্মরণসভা। এই ব্লকের বেশ কয়েকটি গ্রামের ক্ষেতমজুর পরিবারে সংগঠনের কাজে যাতায়াত শুরু করেছিলেন হেনা, দেশব্রতী পত্রিকা পৌঁছে দিতেন বামপন্থী মানুষজনকে। সেইরকম একজন সিপিআই(এম)-এর সাধন ভট্টাচার্য। হেনাকে কন্যাসমা ও ‘কমরেড’ বলে উল্লেখ করে তিনি মর্মস্পর্শী এক বক্তব্য রাখেন। মহিলাদের সন্তান প্রসবকালীন যে লড়াই, মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সামাজিক ও পারিবারিক যে উদাসীনতা, হেনার অকাল জীবনাবসানে সেই মৌলিক প্রশ্নগুলিই উঠে আসে বক্তাদের কথায়। এক মুসলিম মেয়ের এই অসময়ে চলে যাওয়ায় পার্টির অপূরণীয় ক্ষতি ও ‘হেনা’দের পার্টিতে নিয়ে আসার নিরলস চেষ্টা চালানোর অঙ্গীকারের কথাও বলেন বক্তারা। এই স্মরণসভায় বক্তব্য রাখেন পার্টি ও মহিলা সংগঠনের নেত্রী চৈতালি সেন, সজল অধিকারী, চন্দ্রাস্মিতা চৌধুরী, অজয় বসাক, মুকুল কুমার। জেলা সম্পাদক প্রবীর হালদার বলেন হেনার জীবনে গোলাম কুদ্দুসের উপন্যাসের নায়িকা মারিয়মের মতোই উত্তরণ ঘটছিল, যেখানে ভালোবাসা পার্টি কাজে প্রতিবন্ধকতা তৈরি করেনি। হেনার জীবনসঙ্গী আনারুল শোনান হেনার পার্টির প্রতি ভালোবাসার অনেক অজানা কথা। এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড় ব্লকে গড়ে ওঠার মুখে থাকা রন্ধনকর্মী সংগঠনের মহিলারা, প্রগতিশীল মহিলা সমিতি ও ক্ষেতমজুর সংগঠনের সহযোদ্ধা রুমা আহিরী, শিপ্রা চ্যাটার্জী, মহাদেব মন্ডল, সুকুলাল মান্ডি, স্থানীয় আব্দুস সাত্তার, হেনার পরিজন ও প্রিয়জনেরা। সভা সঞ্চালনা করেন শোভাব্যানার্জি ও ভিয়েত।

খণ্ড-31
সংখ্যা-17