বিবৃতি
রোহিত ভেমুলার জন্য সুবিচার
justice-for-rohit

২০১৬’র ১৭ জানুয়ারি রোহিত ভেমুলার যে মর্মান্তিক মৃত্যু ঘটেছিল তার আরেক বেদনাদায়ক দিক আজ সামনে এল। এবিভিপি আর মোদী সরকারের সাথে এইচসিইউ কর্তৃপক্ষের যোগসাজসে রোহিত ভেমুলার প্রাতিষ্ঠানিক হত্যার আট বছর পর তেলাঙ্গানা পুলিশ এক পরস্পরবিরোধী ও বিভ্রান্তিপূর্ণ তদন্ত রিপোর্ট জমা করে ‘প্রমাণের অভাব’ দেখিয়ে মামলাটি বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এটা করতে গিয়ে তেলাঙ্গানা পুলিশ বিজেপির নেতানেত্রী স্মৃতি ইরাণি, বান্দারু দত্তাত্রেয়, এন রামচন্দর রাও এবং হায়দারবাদ ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আপ্পা রাও পোডাইলকে ‘ক্লিন চিট’ দিয়েছে।

একথা অস্বীকার করার তো কোনো উপায় নেই যে বিজ্ঞানী গবেষক তথা আন্দোলনকর্মী রোহিত ভেমুলাকে কোনঠাসা করে হতাশায় নিক্ষেপ করা হয়েছিল, যেমনটা ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও কেন্দ্রীয় মন্ত্রীদের চাপে দলিত ছাত্র আন্দোলনের সব কর্মীদের সাথে করা হচ্ছিল। তা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নামিয়ে আনা একের পর এক হয়রানি ও শাস্তি এবং তা করার ক্ষেত্রে এবিভিপি ও বিজেপি নেতাদের হস্তক্ষেপের কথা চূড়ান্ত রিপোর্টে স্বীকার করে নিয়েও, সকলকে সকল অভিযোগ থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে।

তেলাঙ্গানা পুলিশ এটাও দাবি করেছে যে রোহিত ভেমুলা দলিত সমাজের ছিলেন না এবং রোহিত ভেমুলার পরিবার এসসি সার্টিফিকেট জাল করেছিল। রিপোর্ট এই বলে উপসংহার যে প্রকৃত জাত পরিচিতি প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে রোহিত ভেমুলার আত্মহত্যা। এই উপসংহার অত্যন্ত অবমাননাকর। কারণ, রাধিকা ভেমুলার মা মারা যাওয়ার আগে প্রকাশ্য বিবৃতি দিয়ে জানিয়ে গেছেন যে রাধিকা এসসি অন্তর্ভুক্ত মালা সম্প্রদায়ের মেয়ে ছিলেন, পালিত কন্যা হিসেবে বড় হওয়ার পর ওবিসি অন্তর্ভুক্ত ভদ্দেরা সম্প্রদায়ে বিবাহ হয় এবং তাঁর দলিত জন্ম পরিচয় জানার পর তাঁর স্বামী তাঁকে পরিত্যাগ করে। পুলিশ রিপোর্টে এই তথ্য সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। এবং এই বিষয়টিকে আত্মহত্যার কারণ হিসেবে তুলে ধরাটা সম্পুর্ণভিত্তিহীন ও অসৎ পন্থা।

তেলাঙ্গানা পুলিশের এই কাজ কেবলমাত্র এই প্রাতিষ্ঠানিক হত্যাকে আড়াল করাই নয় একই সাথে রোহিত ভেমুলা ও তাঁর মা রাধিকা ভেমুলার চরিত্র হনন। সিপিআই(এমএল) লিবারেশন একে ধিক্কার জানাচ্ছে।

সামন্ততান্ত্রিক ও জাতবিদ্বেষী পুলিশী কার্যকলাপের আরেক উদাহরণ এটা। এর জন্য ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। সিপিআই(এমএল) পুনরায় জোর দিয়ে বলতে চায় যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা যেখানে এক মেধাবী দলিত ছাত্রকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সিপিআই(এমএল) দাবি করছে যে তেলাঙ্গানার কংগ্রেস সরকার পুনর্তদন্ত করে চার্জশিট দাখিল করুক।

- কেন্দ্রীয় কমিটি,
সিপিআই(এমএল) লিবারেশন, ৬ মে ২০২৪

খণ্ড-31
সংখ্যা-17