১০ মে ২০২৪: ইডির তীব্র বিরোধতা সত্ত্বেও সুপ্রিম কোর্ট যে অবশেষে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ১ জুন ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল তাকে স্বাগত।
বিজেপি পেছন থেকে সবরকম কলাকৌশল খাটিয়েছে — বিরোধী দলগুলির ওপর এবং তাদের নির্বাচনী প্রচারের ওপর ইডি, সিবিআই ও আইটি ডিপার্টমেন্টকে লেলিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু। বিহারে সিপিআই(এমএল)-এর আগিআও এমএলএ মনোজ মঞ্জিল ও আরো ২২ জন কমরেডকে এক রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মামলার ধোঁয়াশাপূর্ণ ভিত্তিতে সাজা দেওয়া হয় এবং কমরেড মনোজ মঞ্জিলকে জেলে পুরে এমএলএ পদ থেকে ডিসকোয়ালিফাই করা হয়।
কেজরিওয়ালের গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইন্ডিয়া জোটের নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটাতেই গ্রেপ্তারির জন্য ওই সময়টা বেছে নেওয়া হয়েছে — জনমানসে এই ধারণা সুপ্রিম কোর্টের বর্তমান রায় সঠিক বলেই প্রমাণ করল। এবং সে কারণে আমরা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও অবিলম্বে মুক্তি দাবি করছি।
সিপিআই(এমএল) জনগণকে ডাক দিচ্ছে, সংবিধান ও সাধারণ মানুষের জীবনের ওপর ফ্যাসিস্ট হামলাকারী এই মোদী সরকারকে নির্বাচনে শায়েস্তা করার।