( ইউটিউবে সম্প্রচারিত কিছু চ্যানেল সরকারের নির্দেশে ব্লক হওয়ায় প্রেস ক্লাব অব ইন্ডিয়া তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিটি আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ। সেটির গুরুত্ব বিবেচনা করে তাতে পেশ করা বিষয়গুলোকে আমরা এখানে রাখছি। বিবৃতিটিতে সাক্ষর করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, সাধারণ সম্পাদক নীরজ ঠাকুর এবং প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়াকান্ত নায়ক। শিরোনামটি আমাদের। - সম্পাদক মণ্ডলী, আজকের দেশব্রতী )
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে ইউটিউব দুটি হিন্দি চ্যানেল ‘বোলতা হিন্দুস্তান’ ও ‘ন্যাশনাল দস্তক’এর সম্প্রচার আটকে দিয়েছে। ‘প্রেস ক্লাব অব ইন্ডিয়া’ ও ‘প্রেস অ্যাসোসিয়েশন’ সরকারের এই পদক্ষেপকে জাতীয় নির্বাচন শুরু হওয়ার কয়েক দিন আগে সংবাদমাধ্যমের ওপর সেন্সরশিপ চাপানো ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ বলে গণ্য করে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে।
ইউটিউবে স্বাধীনভাবে চ্যানেল চালানো দুই সাংবাদিক মেঘনাদ ও সোনিত মিশ্রও তাঁদের চ্যানেল কেন বন্ধ করা হবে না সে সম্পর্কে জবাবদিহির নোটিশ পেয়েছেন। তাঁদের অপরাধ তাঁরা তাঁদের চ্যানেলে ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভিভিপ্যাটনিয়ে উদ্বেগের বিভিন্নবিষয়কে তুলে ধরেছিলেন। উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টও ইভিএম ও ভিভিপ্যাট ইস্যুটিকে গুরুত্বপূর্ণবিবেচনা করে কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে।
এর আগে কৃষক প্রতিবাদ নিয়ে রিপোর্ট করা কয়েকজন সাংবাদিকের এক্স হ্যান্ডেলকেও (আগে যা টুইটার বলে পরিচিত ছিল) ব্লক করা হয়েছিল। দু’মাসেরও বেশি সম্প্রচার বন্ধ থাকার পর ঐ এক্স হ্যান্ডেলগুলো কয়েকদিন আগে খুলে দেওয়া হয়েছে। প্রেস ক্লাবের বিবৃতিটিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষকে বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে বিষয়বস্তুর সম্প্রচারকে আটকানোর যে নির্দেশ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর দিচ্ছে তা সেন্সরশিপ চাপানো ছাড়া অন্য কিছু নয়।
প্রেস ক্লাবের বিবৃতিটিতে দাবি জানানো হয়েছে, ইউটিউবে সম্প্রচারিত হওয়া চ্যানেলগুলোকে ব্লক করার কারণ অনুরাগ সিং ঠাকুরের নেতৃত্বাধীন তথ্য ও সম্প্রচার মন্ত্রককে জানাতে হবে। ঐ চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে রাখার নির্দেশকে অবিলম্বে তুলে নেওয়ার দাবি বিবৃতিতে জানানো হয়েছে। এই ইস্যুতে ‘এডিটার্সগিল্ড অব ইন্ডিয়া’ এবং ‘ডিজিপাব’ যে অবস্থান নিয়েছে, বিবৃতিটিতে তার প্রতিও অনুমোদন ও সমর্থন জ্ঞাপন করা হয়েছে।