খবরা-খবর
ধর্মীয় বহুত্ববাদের পক্ষে মত দিলেন অধিকাংশ ভারতীয়
favored-religious-pluralism

সিএসডিএস-লোকনীতি প্রাক নির্বাচনী পর্বে যে সমীক্ষা করে, তাতে উঠে এল চমৎকার এক তথ্য। বিপুল সংখ্যাগরিষ্ঠ ভারতীয় (৭৯ শতাংশ) ধর্মীয় বহুত্বের পক্ষেই নিজেদের মতামত ব্যক্ত করেন।

সমস্ত ধর্মাবলম্বীদের দেশ ভারতবর্ষ — এই বক্তব্যের পক্ষে সহমত পোষণ করেন ৭৯ শতাংশ ভারতীয়। আর, মাত্র ১১ শতাংশ মনে করেন ভারত হল হিন্দুদেরই দেশ। ১০ শতাংশ কোনো মতামত দেননি।

সবচেয়ে আশার ব্যাপার, ৭৩ শতাংশ বয়স্ক ভারতীয় অপেক্ষা ৮১ শতাংশ তরুণ ধর্মীয় বহুত্ববাদের পক্ষেই জোরালো মত ব্যক্ত করেন।

সমীক্ষা থেকে উঠে আসা মতামত যাচাই করে দেখা যাচ্ছে, নীচুতলায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মিলে মিশে ধর্মীয় সৌহার্দ বজায় রেখে চলাটাই এখনও দস্তুর হয়ে রয়েছে, রাজনৈতিক জগতে যতই অপর ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়ানো হোক না কেন। ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষ থেকে ভারতকে ধর্মীয় বহুত্ববাদী দেশ হিসাবে গণ্য করাটা স্বাভাবিক, কিন্তু সংখ্যাগুরু ধর্মীয় মতাবলম্বীদের তরফ থেকে মনে করা যে ভারতে সমস্ত ধর্মের সমান মর্যাদা ও বিশ্বাস নিয়ে বসবাস করাটাই হচ্ছে ভারত অর্থের বৈশিষ্ট্য, এই সমীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি।

খণ্ড-31
সংখ্যা-14