বহু শ্রমিক পাচ্ছেন না ন্যূনতম মজুরি
the-minimum-wage

২০১৭ সালের জানুয়ারিতে কৃষিকাজে যুক্ত অসংগঠিত শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ছিল ৩০০ টাকা, আর নির্মাণ শিল্পে অসংগঠিত শ্রমিকদের জন্য (সি টাইপ) তা ছিল ৩৫০ টাকা।

সর্বভারতীয় ক্ষেত্রে, কৃষিকাজে যুক্ত অসংগঠিত শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল, তার মধ্যে ৪০.৮ শতাংশ নিয়মিত শ্রমিক ও ৫১.৯ শতাংশ ক্যাজুয়াল শ্রমিক সেই নির্ধারিত মজুরি থেকে বঞ্চিত হয়।

নির্মাণ শিল্পে নিযুক্ত ৩৯.৩ শতাংশ নিয়মিত শ্রমিক এবং ৬৯.৫ শতাংশ ক্যাজুয়াল শ্রমিক এই শিল্পে অসংগঠিত শ্রমিকদের জন্য নির্ধারিত মজুরি পাননি।

- ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট ২০২৪

খণ্ড-31
সংখ্যা-14