প্রয়াত সিপিআই(এমএল) লিবারেশনের আজীবন সদস্য কমরেড জ্যোতির্ময় বিশ্বাস (নারু)
jyotirmoy-biswas

সিপিআই(এমএল) লিবারেশন, অশোকনগর লোকাল কমিটির সদস্য, আজীবন বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী কমরেড জ্যোতির্ময় বিশ্বাস (নারু) গত ৬ এপ্রিল ২০২৪ মাত্র ৬৫ বছর বয়সে প্রয়াত হন। ১৯৮২ সালে অশোকনগর মানিকতলা এলাকার বাসিন্দা কমরেড জ্যোতির্ময় বিশ্বাস সিপিআই(এম) ছেড়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টি সিপিআই(এমএল) দলে যোগদান করেন। প্রথম দিকে নিজের বসবাসের জায়গায় সংগঠন গড়ে তোলেন। ১৯৮৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মানিকতলা গ্রামে আইপিএফ’এর পতাকা তলে প্রার্থী দিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তারপর ধীরে ধীরে পার্টির বড়ো জায়গা জুড়ে কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে বেড়াবেড়ি অঞ্চলে কৃষক ক্ষেতমজুরদের মধ্যে পার্টি সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। সেক্ষেত্রে কিছু সফলতাও অর্জন করেন। তিনি লোকাল কমিটি সদস্য ছিলেন। মাঝে লোকাল কমিটি সম্পাদক হিসেবে কিছু সময় কাজ করেন এবং জেলা কমিটি সদস্য হিসেবে নির্বাচিত হন। চাকরি জীবনে স্থান বদল হওয়ার কারণে গ্রামাঞ্চলের সাংগঠনিক কাজে কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হয়। তবে শহরের সংগঠনের সাথে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। মৃত্যুকালেও পার্টির মাসিক লেভি দিয়ে যেতে ভোলেননি। শুধু নিজে নয়, তার জীবনসঙ্গীকেও পার্টি পরিবারের মধ্যে নিয়ে আসার চেষ্টা চালিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। একমাত্র পুত্র, পুত্রবধূ, আদরের নাতনি ও অসুস্থ স্ত্রী এবং পার্টি কমরেডদের রেখে চির বিদায় নিলেন কমরেড জ্যোতির্ময়।

লাল সেলাম কমরেড জ্যোতির্ময়।

খণ্ড-31
সংখ্যা-13