খবরা-খবর
ওয়েস্ট বেঙ্গল টি গার্ডেন এমপ্লয়িজ এসোসিয়েশনের ৭৪তম বার্ষিক সাধারণ সভা
tea-garden-employees-association

গত ৩১ মার্চ ২০২৪ রবিবার ডুয়ার্সের চালসাতে ওয়েস্ট বেঙ্গল টি গার্ডেন এমপ্লয়িজ এসোসিয়েশনের ৭৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৯৪৮ সালে গঠিত কর্মচারীদের এই ইউনিয়ন স্বাধীন ভাবে স্বতন্ত্রতা নিয়ে চলছে। সম্প্রতি স্টাফ ও সাব-স্টাফ নিয়ে গঠিত জয়েন্ট কমিটির আন্দোলন এই ইউনিয়নকে আরও শক্তিশালী করেছে। এবারের ৭৪তম বার্ষিক সাধারণ সভায় এআইসিসিটিইউ ও তার অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়ন আমন্ত্রিত ছিল। এই সভায় এআইসিসিটিইউ’র পক্ষ থেকে অভিজিৎ মজুমদার ও বাসুদেব বসু সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতৃত্ব বক্তব্য রাখেন। ইউনিয়নের সভাপতি আশীষ বোস সভায় সভাপতিত্ব করেন। এই বার্ষিক সভায় চা শ্রমিকদের জমির পাট্টা ও পুরো শিল্পে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি শ্রমিক কর্মচারীদের ৫৮ বছর কাজের মেয়াদের পরিবর্তে ৬০ বছর করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

খণ্ড-31
সংখ্যা-12