গত ৩১ মার্চ ২০২৪ রবিবার ডুয়ার্সের চালসাতে ওয়েস্ট বেঙ্গল টি গার্ডেন এমপ্লয়িজ এসোসিয়েশনের ৭৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১৯৪৮ সালে গঠিত কর্মচারীদের এই ইউনিয়ন স্বাধীন ভাবে স্বতন্ত্রতা নিয়ে চলছে। সম্প্রতি স্টাফ ও সাব-স্টাফ নিয়ে গঠিত জয়েন্ট কমিটির আন্দোলন এই ইউনিয়নকে আরও শক্তিশালী করেছে। এবারের ৭৪তম বার্ষিক সাধারণ সভায় এআইসিসিটিইউ ও তার অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়ন আমন্ত্রিত ছিল। এই সভায় এআইসিসিটিইউ’র পক্ষ থেকে অভিজিৎ মজুমদার ও বাসুদেব বসু সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের নেতৃত্ব বক্তব্য রাখেন। ইউনিয়নের সভাপতি আশীষ বোস সভায় সভাপতিত্ব করেন। এই বার্ষিক সভায় চা শ্রমিকদের জমির পাট্টা ও পুরো শিল্পে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি শ্রমিক কর্মচারীদের ৫৮ বছর কাজের মেয়াদের পরিবর্তে ৬০ বছর করার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।