খবরা-খবর
জমির পাট্টার দাবিতে জলপাইগুড়ি শহরে চা শ্রমিকদের অভিযান
tea-workers-protest-in-jalpaiguri

গত ৭ মার্চ জলপাইগুড়ি শহরে চা শ্রমিকদের যুক্ত সংগঠন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে জমির পাট্টার দাবিতে বিএলআরও দপ্তর অভিযান হয়। পুলিশ প্রথমে দপ্তরের সামনে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। মিছিল দপ্তরের কাছে পৌঁছায়। জমায়েত থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করে। জমির পাট্টার বিষয়ে সরকার থেকে নোটিফিকেশন করে শিবির খুলে পাট্টার কাগজ দিতে হবে। এই দাবির পাশাপাশি চা শ্রমিকরা যেখানে বসবাস করেন সেই আয়তনের পাট্টা দিতে হবে। প্রতিনিধি দলে এআইসিসিটিইউ’র পক্ষে বাসুদেব বসু, সিটুর পক্ষে জিয়াউল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। জমায়েতে বক্তব্য রাখেন এআইসিসিটিইউ জেলা নেতা প্রদীপ গোস্বামী। শ্যামল ভৌমিক, প্রদীপ দেবগুপ্ত, মুকুল চক্রবর্তী, গোপাল রায় প্রমুখ জেলা নেতৃত্ব উপস্থিত থাকেন।

খণ্ড-31
সংখ্যা-9