আন্তর্জাতিক নারী দিবসের বার্তা নির্ভয় স্বাধীনতার দাবি তুলে ধরে গত ১২ মার্চ ধুবুলিয়া নেতাজি পার্কে সংগঠিত হল সারা ভারত প্রগ্রতিশীল মহিলা সমিতির প্রচার সভা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদিকা অপু কবিরাজ ও রাজ্য সম্পাদিকা ইন্দ্রানী দত্ত। সংগীত পরিবেশন করেন মল্লিকা সরকার। আবৃত্তি করে শোনান শিবানী মন্ডল। সভায় রন্ধনকর্মী ও বিড়ি শ্রমিক কয়েকজন মহিলারা অংশগ্রহণ করেন। সভা থেকে স্লোগান তুলে ধরা হয়, সন্দেশখালিতে নারী নিগ্রহকারীদের কঠোর শাস্তি চাই! বিজেপির সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করার চক্রান্তের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হোন। বিলকিস বানোর ধর্ষণকারীদের জেলবন্দী করো। নারী নির্যাতনকারীদের সরকারি মদত দেওয়া চলবে না। মেয়েদের বিনামূল্যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা চাই! মহিলাদের সমকাজে সমমজুরির গ্যারান্টি চাই! বিড়ি শ্রমিক, তাঁত শিল্পী সহ শ্রমজীবী মহিলাদের সম্মানজনক মজুরি ও সামাজিক সুরক্ষা চাই! বিধবা ও প্রতিবন্ধী মহিলাদের ভাতা ৩০০০ টাকা করতে হবে, মহিলা কুস্তিগীরদের নিগ্রহকারী ব্রিজ ভূষণের শাস্তি চাই! অবিলম্বে তার সাংসদ পদ বাতিল কর।