মন ভালো করা সকালটাকে, মন খারাপের বিকেলে – এভাবেও ডুবে যেতে হয়! মিষ্টি, সরল, প্রাণচঞ্চল – ভবিষ্যতের উজ্বলতাকে, এভাবেও চির বিলীন হতে হয়! মাতৃত্বের চির আকাঙ্ক্ষার পূর্ণতায় সদ্যজাত আত্মজকে ছেড়ে, এভাবেও মহাশূন্যর পথে পাড়ি দিতে হয়! অশ্রু সজল ঝাপসা চোখের জানালায় দেখা – তারাদের মাঝে একটা তারার নাম হয়ে গেলকমরেড হেনা!
– শুভাশিস চ্যাটার্জি
গত ১৭ মার্চ ভোরবেলা হুগলি জেলার বলাগড় ব্লকের রামপুর গ্রামের হেনা আমাদের ছেড়ে চলে গেছেন। বয়স হয়েছিল মাত্র ৩১। পি জি হাসপাতালে সন্তান প্রসবের পর হৃদযন্ত্র বিকল হয়ে ওঠায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো সব সময় হাসি মুখে থাকা হেনা সুলতানা।
মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পের মদন তাঁতির গামছা বোনার মতোই অসম্ভব ছিল হেনার গোমড়া মুখ। তবে অনেক অসম্ভবকে সম্ভব করেছিলেন হেনা। ভিন্ন রাজনৈতিক পরিবেশ থেকে এসে কমিউনিস্ট মতাদর্শকে অনুধাবন করা, তাকে জীবনধারার সাথে সম্পৃক্ত করে তোলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন হেনা।
যে হেনা কমরেডদের সাথে দীর্ঘফোনালাপ কালে খিলখিল করে হেসেই যেতেন তাকেই দেখা যেত পার্টি বৈঠকে একদম সামনের সারিতে বসে মনোযোগ সহকারে পার্টির বক্তব্যগুলো অনুধাবন করতে। হেনার কমরেড-ইন-আর্মস আনারুলের স্মৃতিচারণে: ২০১৮ সালে বিবাহের এক বছরের মধ্যে পার্টির কাজে যুক্ত হযন। শুরুতে মহিলা সমিতির নানা কর্মসূচিতে অংশ নিত। পরে ধীরে ধীরে বলাগড়ের বিভিন্ন ক্ষেতমজুর গ্রামে আমার সাথে ঘুরত। ও বলত মহিলা সমিতির থেকে ক্ষেতমজুর সমিতি ওর বেশি ভালো লাগে। ক্রমে পার্টির রাজনীতির সাথে আরও ঘনিষ্ঠ হতে লাগল। ২০২৩-এ পার্টি সদস্যপদ পায়। যেদিন ওর হাতে লাল কার্ড দিলাম সেদিন ওকে কত খুশি দেখেছিলাম। আমাকে জিজ্ঞাসা করেছিল - “এবার থেকে তোমরা আমাকে কমরেড বলে ডাকবে বল”? বলেছিলাম “অবশ্যই কমরেড”!
হেনার বাড়িতে জেলা কমিটির মিটিং হলেই উৎসাহের সাথে সেই দায়িত্বভার সামলেছেন। মনে পড়ে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে লাল ঝান্ডা কাঁধে করে গ্রামের বাড়ি বাড়ি ভোট চাইতে যাওয়া, টোটো প্রচারে থাকা, পোস্টারিং, ভোটের গণনার দিনও গণনা কেন্দ্রের বাইরে কমরেডদের সাথে উপস্থিত থাকা।
দুঃখ-খুশি, বিষণ্ণতা-উদ্দীপনার এই আটপৌরে জীবনকে নিজস্বতায় গড়ে তুলছিলেন হেনা, ডিএলএড সম্পন্ন করে, টেট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ব্যক্তি সমাজ, পার্টিহেনার জীবনে অভিন্ন হয়ে উঠছিল। এক প্রাণকে ভূমিষ্ঠ করে আর অনেক স্বপ্নকে আমাদের জন্য রেখে গেলেন কমরেড হেনা।
প্রয়াত কমরেড হেনা লাল সেলাম !
– ভিয়েত