বিজেপি আমলে ঘৃণাভাষণ

hate-speech-during-bjp-era_0

  • ২০২৩ সালে দেশে মোট নথিভুক্ত ঘৃণাভাষণের সংখ্যা - ৬৬৮
  • ৭৫% ঘটেছে বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং দিল্লিতে
  • আগস্ট-নভেম্বর - রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তীশগড়ে বিধান সভা নির্বাচনের সময়-সবচেয়ে বেশি
  • ৬৩% - সরাসরি বা ইঙ্গিতে নানা ষড়যন্ত্র তত্ত্বের উল্লেখ (লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, হালাল জেহাদ, জনসংখ্যা জেহাদ ইত্যাদি)
  • ৩৬% - সরাসরি ‘মুসলমানদের বিরুদ্ধে প্রত্যক্ষ হিংসা’র ঘোষণা
  • ১৬৯টিতে - মসজিদ বা মুসলিম প্রার্থনাস্থলকে লক্ষ্য করে উস্কানি
  • এ ছাড়াও-হাতে অস্ত্র তুলে নেওয়া, ধর্মীয় সংখ্যালঘুদের বয়কট, সংখ্যালঘু মহিলাদের ও রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে ঘৃণাভাষণ ও অশ্রাব্য বিশেষণ ব্যবহার
  • ঘৃণাভাষণের মূল কাণ্ডারী ও ভাণ্ডারী - বিজেপি নেতা ও নানা হিন্দু ধর্মনেতা ও গুরু
  • ৪৬% ঘৃণাভাষণের অনুষ্ঠান মঞ্চের আয়োজক - সঙ্ঘ পরিবার: বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, গোরক্ষা দল ইত্যাদি

– সূত্র: আনন্দবাজার পত্রিকা

খণ্ড-31
সংখ্যা-10