মোদী জমানার দ্বিতীয় পর্বে আর্থিক বৃদ্ধি তিন দশকের মধ্যে সর্বনিম্ন
fiscal-growth-is-the-lowest

হাটে হাঁড়ি ভাঙলেন ভূতপূর্ব আর্থিক সচিব সুভাস চন্দ্র গর্গ। তিনি জানালেন, মোদীর দ্বিতীয় পর্বের শাসনকালে আর্থিক বৃদ্ধি সবচেয়ে নীচে গিয়ে ঠেকেছে, যা তিন দশকে কখনো ঘটেনি।

‘দ্যা প্রিন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গর্গ বলেন, মোদী সরকারের দ্বিতীয় পর্বের শাসনকালের সম্পূর্ণ পরিসংখ্যান এখন হাতের কাছেই রয়েছে। তাতেই দেখা যাচ্ছে, বিগত পাঁচ বছরে, ২০১৯-২০ থেকে ২০২৩- ২৪ পর্যন্ত যে আর্থিক বৃদ্ধি হয়েছে তা সর্বনিম্ন। এই বৃদ্ধি হয়েছে মাত্র ৪ থেকে ৪.১ শতাংশ! ১৯৯১-এর আর্থিক সংস্কারের পর থেকে এত কম বৃদ্ধি আর কখনও দেখা যায়নি।

খণ্ড-31
সংখ্যা-10