বিবৃতি
এআইসিসিটিইউ সহ চটকলের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ বিবৃতি
chatkal-including-aicctu

আমরা গভীর উদ্বেগের সঙ্গে সংবাদপত্রের একটি খবর দেখলাম যেখানে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার চটকলের ক্ষেত্রে ব্যাপক হারে বস্তার চাহিদা কমিয়ে দিয়েছে। এর ফলে আমরা আশঙ্কা করছি যে চট শিল্পে বিরাট সংকট ঘনিয়ে আসবে। ‘আইজেএমএ’ও  জানিয়েছে, বোনাস তারা দিতে পারবেন না,  বেতন সংকোচন করবেন, বেশ কিছু কারখানা বন্ধ হবে এবং এর ফলে উৎসবের মরশুমে গোটা রাজ্যজুড়ে বড় ধরনের অশান্তি সৃষ্টি হবে। এই শিল্পকে কেন্দ্র করে ২.৫ লক্ষ চটকল শ্রমিক এবং ৪০ লক্ষ পাটচাষি ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হবেন। এই সর্বনাশা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। আমরা সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তার তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে দাবি জানাচ্ছি যে বস্তার ক্ষেত্রে খাদ্যশস্যের একশ শতাংশ এবং চিনির ক্ষেত্রে ২০ শতাংশ ব্যবহারের যেন কোনো নড়চড় না হয়। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই ধরনের যে আক্রমণ কেন্দ্রের মোদি সরকার নামিয়েছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আগেকার যে সমস্ত অর্ডার এতদিন চলে আসছিল সেটা যেন আবার পুনর্বহাল থাকে। আমরা মনে করছি যে মোদি সরকার এভাবেই আমাদের রাজ্যে আবার একটা অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে। শ্রমজীবী মানুষ, চটকল শ্রমিক, পাটচাষি সকলের উপর যে আক্রমণ নেমে এসেছে, এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ, শ্রমিক এবং কৃষক সকলকে সমবেত হয়ে বিরোধিতা করতে হবে, প্রয়োজনে আমরা দিল্লি গিয়েও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এর প্রতিবাদে আমরা সর্বস্তরের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করব।

খণ্ড-30
সংখ্যা-33