গদর স্মরণে
in-memory

২৩ আগস্ট ২০২৩ ত্রিপুরা হিতসাধিনী সভার পূর্ণ প্রেক্ষাগৃহে বাংলার লেখক শিল্পী সাংস্কৃতিক কর্মীদের পক্ষে ‘লাল-On’ ও ‘পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের’ আয়োজনে বিপ্লবী গণগায়ক ‘গদর স্মরণ’ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে প্রথমে বক্তব্য রাখেন নিত্যানন্দ ঘোষ। নীলাঞ্জন দত্ত বক্তব্যর সাথে গদরকে নিয়ে ‘গণনাট্য মন্ডলীর’ ইংরাজি প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন। বক্তব্য ও গণসংগীত পরিবেশন করেন বিদ্যুৎ ভৌমিক। এরপর একে একে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বজবজ চলার পথের অভিজিৎ মন্ডল, অশোকনগর গণসংস্কৃতি পরিষদ শাখার বাবুনী মজুমদার, অমিত রায়, অসীম গিরী, অনিমেষ মজুমদার, শুভঙ্কর গোস্বামী, অঙ্কুর, ও লাল-On এর শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন পরিষদের মধ্যমগ্রাম শাখার শোভনা নাথ। বক্তব্য রাখেন রাজা সরখেল ও অনুপম কাঞ্জিলাল। সভাঘরে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি দেবাশিষ চক্রবর্তী, সম্পাদক সরিৎ চক্রবর্তী, সঙ্গীত শিল্পী অভিজিৎ বসু, অধিকার আন্দোলনের নেত্রী রাঙতা মুন্সী, জয়গোপাল দে সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ। নীতীশ রায়ের বক্তব্য ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

খণ্ড-30
সংখ্যা-30