১১ সেপ্টেম্বর ২০২৩ ধুবুলিয়ায় বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সকলেই মহিলা শ্রমিক। ন্যায্য মজুরি বা সামাজিক সুরক্ষা থেকে ওরা বঞ্চিত। রাজ্য সরকার বিড়ি শ্রমিকদের পূর্বেকার সমস্ত প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার ই-শ্রম কার্ড করেছে। সম্প্রতি সেই কার্ড এবং বিড়ি শ্রমিক কার্ড বিড়ি ওয়েলফেয়ার বোর্ড জমা নিচ্ছে। হাজার হাজার মহিলা বিড়ি শ্রমিকরা লাইন দিয়ে সেগুলি জমা দিচ্ছেন। কিন্তু সেখানকার আধিকারিকরা জানালেন এই কাগজ জমা দিয়ে আদৌ কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা জানা নেই। এইভাবে বিড়ি শ্রমিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে মোদী সরকার প্রতারণা করে চলেছে।
বৈঠকে এলাকায় বিড়ি শ্রমিকদের দাবিগুলি যথা তুচ্ছ কারণে ছাঁটাই করে দেওয়া, দুর্ব্যবহার করা এগুলি আলোচনায় উঠে আসে। এছাড়া পিএফ ও বোনাসের দাবিও শ্রমিকরা বলেন।
১১ জনের এক কমিটি গঠন করা হয়। সম্পাদিকা — বেলা নন্দী, সহ-সম্পাদিকা — রুমা পাল, সভানেত্রী — লতিকা দাস।
কমিটি সদস্যরা আসন্ন এআইসিসিটিইউ জেলা সম্মেলনে প্রতিনিধি হবেন।
বৈঠকে উপস্থিত এ্যাপোয়া জেলা সম্পাদিকা অপু কবিরাজ আগামী মহিলা জাতীয় সম্মেলন সম্পর্কে আলোচনা করেন। মিটিংয়ে অংশ নেন এআইসিসিটিইউ জেলা সম্পাদক জীবন কবিরাজ।