শোক সংবাদ
কমরেড তপন দত্ত অমর রহে
tapan-dutta

কমরেড তপন দত্ত, হিন্দমোটর ৪নং শাখার পার্টি সদস‍্য ও হিন্দমোটর কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক ছিলেন। গত তিনমাসের রোগভোগে প্রথমে কলকাতা মেডিকেল, পিজি ও শেষে হিন্দমোটর রিলাইফ হাসপাতালে ভর্তি হন। হার্ট ব্লকেজ, সিরোসিস অফ লিভার, কিডনী ফেলিওর সহ নানাবিধ সমস্যা জর্জরিত করে তোলে তাঁকে। অবশেষে গত ২৫ আগস্ট ২০২৩ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নকশালবাড়ি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে তিনি স্কুল জীবন থেকেই নবদ্বীপে পার্টির গোপন কাজে যুক্ত হন, অংশ নেন নাট্যাভিনয় সহ বিবিধ সাংস্কৃতিক কার্যকলাপেও। পরবর্তীতে হিন্দমোটর কারখানার চাকরির জন্য হুগলি জেলায় আসা। একজন পার্টিজান কমরেডকে আমরা হারালাম। রেখে গেলেন স্ত্রী, মেয়ে, ছেলে, পুত্রবধূ ও নাতিকে। পার্টির হিন্দমোটর লোকাল কমিটির পক্ষ থেকে ১০ সেপ্টেম্বর তাঁর স্মরণসভা আয়োজিত হয়। কমরেডের স্ত্রী জয়শ্রী দত্ত, পুত্র গৌরব ও ওনার মেজদি’র স্মৃতিচারণে গুমরে ওঠা কান্না উপস্থিত সবাইকে ছুঁয়ে যায়। নিঃস্তব্ধ সভাগৃহে যেন ছড়িয়ে পড়ে শিশির ভেজা শিউলি ফুল। কমরেড পার্থ ঘোষ বলেন, “আমাদের পরিবার ছোটো, তাই একজন মানুষ চলে যাওয়া পার্টির কাছে বড় ক্ষতি।” স্মরণসভায় বক্তব্য রাখেন হুগলি জেলা সম্পাদক প্রবীর হালদার, উত্তরপাড়া জোন এরিয়া সম্পাদক অপূর্ব ঘোষ, হিন্দমোটর লোকাল সম্পাদক বিশ্বজিৎ দাস, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির সংগঠক সুদীপ্তা বসু, এআইসিসিটিইউ’র সংগঠক প্রদীপ সরকার, এরিয়া সদস্য স্বপন মজুমদার, শাখা সম্পাদক অশোক গুহ ও কোন্নগর লোকাল সম্পাদক সৌরভ রায়। শেষ হয় নচিকেতার গান ‘এক বোকা বুড়োর গল্প’র মধ্যে দিয়ে।

খণ্ড-30
সংখ্যা-32