এবছর ৩১ অগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া অঞ্চলে ৬৮৫ চাষি আত্মঘাতী হয়েছেন। সরকারি রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, সবচেয়ে বেশি চাষি আত্মঘাতী হয়েছেন বিড জেলায়, যেখানে এই সময়ে ১৮৬ জন চাষি আত্মঘাতী হয়েছেন। ধনঞ্জয় মুন্ডে হলেন বর্তমান রাজ্য মন্ত্রীসভার কৃষি প্রতিমন্ত্রী, যিনি এই জেলারই বাসিন্দা!
ধনঞ্জয় মুন্ডে হলেন ‘বিদ্রোহী’ এনসিপি’র এক নেতা, যিনি ২ জুলাই বিজেপি-একনাথ শিন্ডের সাথে যোগ দেওয়ার পর ওই প্রতিমন্ত্রীর পদ পান।
ডিভিশনাল কমিশনারের পক্ষ থেকে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, বিড’এর পর অন্যান্য যে জেলাগুলোতে চাষিরা আত্মঘাতী হয়েছেন, সেগুলো হল, ওসমানাবাদ (১১৩), নান্দেদ (১১০), ঔরাঙ্গাবাদ (৯৫), পরভানি (৫৮), লাতুর (৫১), জালনা (৫০), হিঙ্গোলি (২২)। উক্ত রিপোর্ট থেকে জানা যায়, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্টের মধ্যে মাত্র তিন বর্ষাকালীন মাসে, জুন থেকে আগস্টে, ২৯৪ জন চাষি আত্মঘাতী হয়েছেন।
বর্তমানে, মারাঠাওয়াড়া অঞ্চলটি অপ্রতুল বর্ষার কবলে। সেখানে ২০.৭ শতাংশ বৃষ্টির ঘাটতি চলছে। গোটা অঞ্চলে এরফলে তীব্র সমস্যা সৃষ্টি হয়েছে।