আজ দিল্লীর তালকোটরা স্টেডিয়ামে কিষাণ ও মজদুর সংগঠনের সংযুক্ত সম্মেলন চলছে। সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ - ফেডারেশনগুলি র যৌথ উদ্যোগে। উপস্থিত আছেন এআইকেএম এর শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ। মঞ্চে আছেন এআইকেএম-এর সর্বভারতীয় সম্পাদক রাজারাম সিং প্রমূখ।
সম্প্রতি কৃষিক্ষেত্রে আদানী আম্বানিদের দখলদারী ও লুন্ঠনকে কায়েম করতে মোদী সরকারের চক্রান্ত “রিপোর্টার কালেকটিভ”-এর রিপোর্ট উন্মোচিত করে দিয়েছে। পিঁয়াজ চাষিদের সংকট তীব্রতর হয়ে উঠেছে। নতুন করে এমএসপি-র বাস্তব রূপায়নের এজেন্ডা সামনে এসেছে। বিভিন্ন রাজ্যে ফসলের ক্ষতিপূরণ-বীমার দাবিতে কিষাণ আন্দোলনের উপর নামিয়ে আনা হয়েছে তীব্র দমন পীড়ন। বাস্তবে আইনসঙ্গতভাবেই আন্দোলনের অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার। তালকোটরা স্টেডিয়ামে এই বিষয়গুলি এবং অন্যান্য জরুরি প্রশ্নগুলি আলোচ্য হয়ে উঠবে,গৃহীত হবে মজদুর কিষাণ সম্মিলিত দুর্বার প্রতিরোধের কর্মসূচি।