পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ইউনিয়নের ডাকে গত ১৩ আগস্ট ২০২৩ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে পৌরাঞ্চলের বিদ্যালয়গুলির রন্ধন কর্মীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা করেন ফারহান খান। রন্ধন কর্মীদের শ্রমিকের স্বীকৃতি, নূন্যতম মজুরি ও ভবিষ্যৎ সুরক্ষার দাবি নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে বাঁকুড়া জেলার কর্মীদের সামিল হবার আবেদন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি অজয় বসাক। এছাড়াও আসন্ন প্রকল্প কর্মীদের জাতীয় সম্মেলন সফল করতে প্রচার ও অর্থ সংগ্রহের আবেদন রাখা হয়। সভায় উপস্থিত সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির রাজ্যনেত্রী চন্দ্রাস্মিতা চৌধুরী মহিলা কর্মী হিসেবে তাদের উপর এই বিশেষ অন্যায়ের বিরুদ্ধে সমগ্র মহিলা সমাজের সাথেও আন্দোলনে সামিল হবারও আবেদন রাখেন। সভার সঞ্চালক শ্রমজীবী মহিলা আন্দোলনের নেত্রী তিতাস দাশগুপ্ত বলেন, এলাকার শুধু নয়, জেলার সমস্ত ব্লকের কর্মীদের সংগঠনে এনে আমাদের দাবি আদায়ে শক্তি বৃদ্ধি করতে হবে। প্রায় শতাধিক কর্মীর উপস্থিতিতে ৮৫ জন সদস্য হন। বৈঠক থেকে ২৫ জনের প্রস্তুতি কমিটি গঠন হয়।