অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (আইসা)-র রাজ্য সভাপতি নীলাশিস বসু এবং রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র এক প্রেস বিবৃতিতে বলেন —
৫০০-র ওপর প্রতিনিধি ও দেশী-বিদেশী অতিথিদের উপস্থিতিতে সল্টলেকের ইজেডসিসিতে আজ শুরু হল অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (আইসা)-এর দশম জাতীয় সম্মেলনের প্রতিনিধি অধিবেশন। শহীদ স্মরণের পরে শুরু হয় অন্যান্য বাম ছাত্র সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে প্রকাশ্য অধিবেশন। শুরুতেই গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ ও তীব্র নিন্দা করে দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানায়।
এরপর সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কুমার রাণা। এআইএসএফ-এর সর্বভারতীয় সভাপতি কমরেড কমরেড শুভম ব্যানার্জী, এসএফআই-এর জাতীয় কমিটির পক্ষে কমরেড প্রতীক উর রহমান, পিএসইউ-এর সাধারণ সম্পাদক কমরেড নউফেল মহঃ শইফুল্লা, এবং এসডিএসও’র জাতীয় কমিটির পক্ষে কমরেড মণিশংকর পট্টনায়েক এই সম্মেলনকে সম্বোধিত করেন। প্রত্যেকেই এই সম্মেলনের মাধ্যমে আগামীদিনে ঐক্যবদ্ধ বাম ছাত্র আন্দোলনের মাধ্যমে নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করার জন্য জোরদার আন্দোলনের কথা বলেন এবং ফ্যাসিস্ট মোদি সরকারের বিরুদ্ধে লড়াইকে আরো জোরালো করার ওপর জোর দেন। উপস্থিত ছিলেন আইসা গঠনের পূর্বে বাংলায় গঠিত ছাত্র সংগঠন এবিএসএ-এর পক্ষে কমরেড নীলকন্ঠ আচার্য। দুনিয়া ও দেশ জোড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা স্মরণ করিয়ে এই সম্মেলনকে সংহতি জানান সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য। তিনি আগামীদিনে মোদী সরকারের নতুন শিক্ষানীতি সহ সামগ্রিক দেশ বিকিয়ে দেওয়া নীতি ও ফ্যাসিবাদী উৎপাতের বিরুদ্ধে নির্ধারক লড়াইয়ে আইসাকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।