১২ জুলাই, বেলঘরিয়া পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাস, প্রাণহানি, গণনা কেন্দ্রে কারচুপি এবং পার্টি নেতৃত্ব, প্রার্থী ও কর্মীদের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়। বক্তরা বলেন শাসক দল তৃণমূল নির্বাচনের দিন ঘোষণা থেকে ভোট চলাকালীন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল ও প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করেছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জনের মতো মানুষ খুন হয়েছেন। শাসকদল পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। টিএমসি-র এই সন্ত্রাস শেষ পর্যন্ত বিজেপির পালে হাওয়া দিয়েছে। ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মডেলের পরিবর্তে, স্বৈরাচারী মডেল প্রতিষ্ঠা হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই দুর্বল হবে। কেন্দ্রের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বক্তব্য রাখেন মিতালি বিশ্বাস, নবেন্দু দাশগুপ্ত, শিবশঙ্কর গুহরায় ও অর্চনা ঘটক। সঞ্চালনায় ছিলেন অশোক সাহা।
সভায় দাবি করা হয় -
“রক্তাক্ত পশ্চিমবঙ্গ চাই না”
“গণতন্ত্রের উপর প্রতিটি হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন!”
“প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।”
“নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য তথা আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”