বিজ্ঞাপন প্রিয়তা মোদী সরকারকে আপাদমস্তক এমনভাবেই গ্রাস করেছে, যে তারজন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মুড়ি মুড়কির মতো অকাতরে ব্যয় করতে সে বিন্দুমাত্র কসুর করছে না।
দেখা যাচ্ছে, ২০১৪-তে কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর মোদী সরকার ২০২২’র ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিজ্ঞাপন বাবদ খরচ করেছে ২.০৫ কোটি টাকা। আর, ২০১৪ থেকে ৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এই খাতে ব্যয় হয়েছে ৬৪৯১.৫৬ কোটি টাকা — বছরে, গড়ে ৭৫০ কোটি টাকা।
এই সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে প্রিন্ট মিডিয়া ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমে, যা, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন’এর মাধ্যমে যায়। তাদেরই ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। সেই তথ্য অনুযায়ী, গত ৮ বছর ৮ মাসে মোদী সরকার প্রিন্ট মিডিয়ায় ৩২৩০.৭৭ কোটি টাকা, বৈদ্যুতিন মাধ্যমে ৩২৬০.৭৯ কোটি টাকা খরচ করেছে অর্থাৎ ব্যয় হয়েছে মোট ৬৪৯১.৫৬ কোটি টাকা।
একদিকে আমজনতা ক্রমেই অভাবে, কর্মহীনতার ফাঁসে তলিয়ে যাচ্ছে নিচে, আর অন্যদিকে সরকার নিজের ঢাক পেটাতে দু’হাতে খরচ করছে জনগণ থেকে আদায়কৃত করের টাকা!
(তথ্যসূত্রঃ দ্য ডিস্প্যাচ, ১৩ ডিসেম্বর ২০২২)