কোচবিহারে নবম শ্রেণির ছাত্রীর গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র ধর্মঘটকে সমর্থন করছে আইসা
student-strike

গত ২৬ জুলাই অল ইণ্ডয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র পক্ষ থেকে রাজ্য সভাপতি নীলাশিস বসু ও রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র এক প্রেস বিবৃতিতে বলেন — ১৮ জুলাই কোচবিহার জেলার খাপাইডাঙার শাহজাহান উদ্দীন হাইস্কুলের নবম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিরা তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ও ভয়াবহ শারীরিক নির্যাতন করে। ওই নির্যাতিতা ছাত্রী আজ কোচবিহার মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওই গণধর্ষণকারী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে ২৭ জুলাই বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কোচবিহার জেলা ছাত্র ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে, আমরা তাকেও পূর্ণ সমর্থন জানাচ্ছি।

খণ্ড-30
সংখ্যা-25