জিএসটি খাতে রেকর্ড রাজস্ব সংগ্রহ, তরতর করে কর্পোরেট জগতের বৃদ্ধি — গত ন’বছরে এমন কত রংবাহারি নজিরবিহীন বৃদ্ধির গল্প আমাদের শোনানো হয়েছে।
কিন্তু, যে তিক্ত তথ্যটা সযত্নে আড়ালে রেখে দেওয়া হয়েছিল তা হল, মোদীর গত ন’বছরের শাসনে ভারত সরকারের ঘাড়ে ঋণের বোঝা বেড়েছে তিন গুণ! ২০১৪ সালে যে ঋণের পরিমাণ ছিল ৫৫ লক্ষ কোটি টাকা, তা বর্তমানে ১৫৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে গত ন’বছরে প্রতিটি ভারতবাসীর ঘাড়ে ঋণের বোঝা বেড়েছে ২.৫৩ গুণ। এই বিপুল ঋণের পরিশোধ প্রক্রিয়ায় প্রতিবছর ভারতকে ১১ লক্ষ কোটি টাকা মেটাতে হয়।
এদিকে ২৩ কোটি ভারতবাসী দারিদ্র সীমার নিচে নেমে গেছে। বিপরীতে বিলিয়নিয়ারের সংখ্যা ২০২০-তে ছিল ১০২ তা ২০২২এ লাফ দিয়ে বেড়েছে ১৬৬-তে।
কর আদায়ের ক্ষেত্রে ও সমাজের নিচুতলার মানুষদের কাছ থেকে জিএসটি’র নামে সব নিঙড়ে নেওয়া হচ্ছে। নিচুতলার যে ৫০ শতাংশ মানুষের হাতে তিন শতাংশও জাতীয় সম্পদ নেই, তাদের ৬৪ শতাংশেরও বেশি জিএসটি দিতে হচ্ছে। কিন্তু, মধ্যবিত্তদের কাছ থেকে আদায় হচ্ছে ৪০ শতাংশ।
মোদী জামানায় আম আদমির এই দুর্দশা ক্রমেই বেড়ে চলেছে।