২৪ মে এআইসিসিটিইউ’র রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন — সকাল সাড়ে ১০টায় মৌলালীর রামলীলা ময়দান থেকে সিলিকোসিস আক্রান্ত মানুষের মিছিল শুরু হয়। এই মিছিল ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছানোর পর অবস্থান শুরু হয়। অবস্থান মঞ্চ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল শ্রম আধিকারিকের মাধ্যমে শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে একটি ডেপুটেশন দেন। ডেপুটেশনের মাধ্যমে যে দাবীগুলিকে তুলে ধরা হয় —
(১) অবিলম্বে সিলিকোসিস পুনর্বাসন নীতি কার্যকরী করতে হবে।
(২) বেআইনি পাথর ক্রাশার ও খাদানকে আইনের আওতায় এনে শ্রম আইন লাগু ও শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
(৩) মালিকের মুনাফা থেকে ডিএফএম ফান্ড তুলে আক্রান্ত শ্রমিকদের জন্য ব্যবহার করতে হবে।
ঐ ডেপুটেশন দলে এআইসিসিটিইউ’র অশোক সেনগুপ্ত, সিআইটিইউ’র আসাদুল্লাহ গায়েন, এসএএসএসসি’র সুগত রায়, আইএফটিইউ’র আশীষ দাসগুপ্ত, পিবিভিএম’র সৌরভ চক্রবর্তী প্রমুখ প্রতিনিধিত্ব করেন। অবস্থান সভায় বিভিন্ন গ্রামের আক্রান্ত মানুষেরা বক্তব্য রাখেন — মনিরুল ইসলাম, মরিয়ম বিবি, সেখ আজিজুল প্রমূখ। এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব বক্তব্য রাখেন। এআইসিসিটিইউ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন দিবাকর ভট্টাচার্য্য, সিআইটিইউ’র আসাদুল্লাহ গায়েন, বিজ্ঞান মঞ্চের মিলন গায়েন, এসএএসএসসি’র সাইদুল গায়েন, ইউটিইউসি’র সুধাংশু মন্ডল, টিইউসিআই’র হায়দার আলী, আইনজীবী শামিম আহমেদ, ডাক্তার সুজয় বালা, সুগত রায়, টিইউসিসি’র দীনেশ রায় প্রমূখ। অবস্থান সভায় গান কবিতা পাঠ ও ছবি আঁকা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।