গত ২৯ এপ্রিল ২০২৩ নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের উত্তর দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের রন্ধনকর্মী অনিতা মন্ডল (৫৭) বিদ্যালয়ে গ্যাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন। চিকিৎসার পরও তিনি গত ৭ মে প্রয়াত হন। পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়নের জেলা ও রাজ্য নেতৃত্ব খবর পেয়েই ছুটে যান ইউনিয়নের এই অগ্রণী সৈনিকের পরিবারের পাশে। স্থানীয় নেতৃবৃন্দ সহ ১০ জনের এক প্রতিনিধি দল ১৫ মে ব্লক আধিকারিকের সাথে সাক্ষাৎ করে মৃতার পরিবারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। একই সাথে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থা ও যথাযথ প্রশিক্ষণের দাবি করেন। রাজ্য নেত্রী জয়শ্রী দাস, জেলা নেতা অমিতাভ রায়, বিশ্বজিৎ বিশ্বাস ও স্থানীয় নেত্রী পারুল সরকার সহ অন্যান্যরা দ্রুত এই ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। বিডিও প্রতিনিধিদলকে সাধ্যমত সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দাবি আদায়ে দৃঢ় নেতৃবৃন্দ দ্রুত নদীয়া জেলাশাসকের কাছেও স্মারকলিপি দেবেন।