বিজেপি’র দাঙ্গার রাজনীতির বিরুদ্ধে মহিলা সমিতির সম্প্রীতি যাত্রা
BJP's-politics-of-riots

রাম নবমী হোক কিংবা নাবালিকার মৃত্যু, পশ্চিম বাংলায় এখন যেকোনো ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিজেপি-আরএসএস দাঙ্গা লাগানোর চক্রান্ত চালাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে বিজেপির বিদ্বেষ সৃষ্টি ও দাঙ্গা বাঁধানোর ঘৃণ্য রাজনীতির মোকাবিলায় হুগলিতে এক সম্প্রীতি যাত্রার আয়োজন করেছিল সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি। নারীদের ওপর ঘটে চলা ক্রমবর্ধমান ধর্ষণ-হত্যায় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও প্রতিবাদ ধ্বনিত হয়। পোলবা ব্লকের আলিনগরে এক সংক্ষিপ্ত সভা করে এই সম্প্রীতি যাত্রা ১০ কিলোমিটার পথ পেড়িয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে শেষ হয়। এরপর সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসক ও পুলিশ কমিশনার (চন্দননগর)-এর কাছে স্মারকলিপি প্রদান করে। সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় ও কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি তোলার পাশাপাশি মিড-ডে-মিলের রন্ধন কর্মীদের বিভিন্ন সরকারি বঞ্চনা রোধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানানো হয়। রাজ্যনেত্রী চৈতালী সেন ও জেলা সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ গ্রামীণ মেহনতি মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

খণ্ড-30
সংখ্যা-13