গত ৫ এপ্রিল বুধবার, কলকাতা ট্রাম কোম্পানির অবসরপ্রাপ্ত সকল কর্মীদের জন্য পেনশন, শ্রমিক সমবায়ের (ইসিসিএস) বকেয়া টাকা প্রদান, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করে ১৪ জন ছাঁটাই কর্মীকে পুনর্বহাল ও চুক্তিভিত্তিক সকল শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে পরিবহন ভবন অভিযান করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযানকে মাঝ রাস্তায় বাঁধা দেওয়া হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সভা শুরু হয়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু এই অভিযানে পাঁচ শতাধিক ট্রাম কোম্পানির কর্মীরা অংশগ্রহণ করেছিলেন।
পরিবহন মন্ত্রীর ব্যক্তিগত সচীব এবং ম্যানেজিং ডিরেক্টরের সচিবের মাধ্যমে মন্ত্রী এবং এমডি-র উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয়। দুই সচিব ও মন্ত্রী এবং এমডি-র সাথে দ্রুত বৈঠকের এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।