নকশালবাড়ি অঞ্চলে সাম্প্রতিক সময়ে টিএমসি-র মদতে জমি মাফিয়ারা জমি লুঠ করছে। জাল সার্টিফিকেট দেখিয়ে আদিবাসীদের জমি থেকে উৎখাত করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নদী থেকে রাতের অন্ধকারে বালি ও মাটি লুঠ হচ্ছে। থানা প্রশাসন ও বিএলআরও দপ্তর এই ঘটনার সাথে যুক্ত। ফলে ধীরে ধীরে ক্ষোভ ধুমায়িত হচ্ছিল। এই সব ঘটনাকে ধরে বামপন্থী দল সমূহের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ এপ্রিল নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা অঞ্চলের বড়ঝড়ুজোতের স্কুলডাঙ্গি মাঠে (যে মাঠে ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের সময় ১৯৬৭ সালের ২৪ মে প্রতিরোধ সংগ্রামে সোনম ওয়াংদি নামে পুলিশ অফিসার নিহত হন) এক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। অন্যান্য দুয়েকটি নকশালপন্থী গ্রুপ থাকলেও মূলত সিপিআই(এমএল) লিবারেশন ও সিপিআইএমের উদ্যোগে জমায়েত হয়। এই কনভেনশন পরিচালনা করেন পার্টির দার্জিলিং জেলা সম্পাদক পবিত্র সিংহ, সিপিআই(এম)-এর জেলা কমিটি সদস্য নিরোদ সিংহ প্রমুখ। কনভেনশনের মূল প্রস্তাব উত্থাপন করেন সিপিআইএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম ঘোষ। প্রস্তাবনার উপর বক্তব্য রাখেন সিপিআই(এমএল) রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু, সিপিআই(এম)-এর জেলা নেতা মাধব সরকার, কানু সান্যালপন্থী দলের স্থানীয় নেত্রী দিপু হালদার প্রমুখ। সভা থেকে সিদ্ধান্ত হয় প্রাথমিক ভাবে স্থানীয় প্রশাসন ও বিএলআরও দপ্তরকে সম্পূর্ণ অবহিত করা হবে। প্রশাসন কোন ইতিবাচক পদক্ষেপ না নিলে বে-আইনিভাবে জমি দখল করা রুখতে ব্যাপক গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। সভার শেষে এক মিছিল হাতিঘিষা অঞ্চল পরিক্রমা করে জমি মাফিয়াদের হুঁশিয়ারি দেয়।