বাঁকুড়ার ছাতনা ব্লকে ২৪ এপ্রিল আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ এবং সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি যৌথ উদ্যোগে গণ জমায়েত করে ডেপুটেশন জমা দেয়া হয়।
ব্লক ডেপুটেশনের দাবিগুলি ছিল
১) দীর্ঘদিন ধরে দখলে থাকা বনের জমিতে আদিবাসীদের পাট্টা দিতে হবে। প্রাপ্ত পাট্টার দ্রুত পরচা দিতে হবে।
২) অবিলম্বে সর্বত্র ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দিতে হবে।
৩) প্রকৃত গরীব মানুষদের আবাসের টাকা দিতে হবে এবং তা বাড়িয়ে ৫ লক্ষ করতে হবে।
৪) আয়কর দেয় না এমন ৬০ বৎসরের উপর সমস্ত মানুষের বার্দ্ধক্য ভাতা চালু করতে হবে এবং তা বাড়িয়ে ৩০০০ টাকা করতে হবে।
৫) প্রশাসনিক তদন্ত করে ভাগচাষি-লিজচাষিদের কৃষকবন্ধু প্রকল্পের মতো সবধরনের সরকারী সাহায্য করতে হবে।
৬) সব গরিবদের বিনামূল্যে মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ দিতে হবে।
বনের জমির পাট্টা ও পরচার ব্যাপারে বিডিও নিজে উদ্যোগ নিয়ে কাজ করার আশ্বাস দেন ও সাথেসাথে ভাগচাষি ও লীজচাষিদের কৃষকবন্ধু প্রকল্প চালুর ব্যাপারে পরিকল্পনার কথা বলেন। মাননীয়া রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম পাঠানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সংগঠনের পক্ষে রাজ্য নেতা রামনিবাস বাস্কে সহ সহদেব টুডু, সুকুরমণি, সারথি মুর্ম্মু ও অন্যান্যরা এবং আয়ারলা কেন্দ্রীয় কমিটির সদস্য বাবলু ব্যানার্জী।
রিপোর্ট - রামনিবাস বাস্কে