নারী দিবস উপলক্ষে কর্মসূচি হাওড়ার বাগনানে

হাওড়া জেলার বাগনানের জানা পাড়ায় হাওড়া জেলার সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি এবং এ আইসিসিটিইউ অনুমোদিত হাওড়া জেলার পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় একটি প্রাণবন্ত আলোচনাসভার মধ্য দিয়ে। সভায় সভাপতিত্ব করেন কমরেড অঞ্জনা মন্ডল, সুষমা মুখার্জী, কমরেড সবিতা কোলে। সভার সূচনা হয় সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির জেলা সম্পাদিকা কমরেড কল্যাণী গোস্বামীর মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে। সঙ্গীত পরিবেশন করেন সুষমা মুখার্জী ও মাধব মুখার্জী। অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের হাওড়া জেলা সম্পাদক কমরেড পার্থ ব্যানার্জী শ্রমজীবী মানুষের আন্দোলন গড়ে তোলার পক্ষে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন হাওড়া জেলা নেত্রী সুষমা মুখার্জী এবং সারা ভারত কৃষি ও গ্রামীণ কৃষি মজুর সমিতির হাওড়া জেলার এবং রাজ্য কমিটির দায়িত্বশীল কমরেড নবীন সামন্ত। সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা মহিলা সমিতির সভানেত্রী কমরেড সেরিনা শেখ। রন্ধনকর্মী ইউনিয়নের রাজ্য সভানেত্রী কমরেড মীনা পালের বক্তব্য খুবই উৎসাহী করে আলোচনায় উপস্থিত সকল কমরেডদের। এই বৈঠকে মিড-ডে-মিল রন্ধনকর্মীরা তাঁদের কঠিন পরিশ্রমের কথা এবং সামান্য মজুরি, সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা না পাওয়ার কথা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। ছোট্ট সাথী মৌসুমী শেখ মধুর কন্ঠে সঙ্গীত পরিবেশন করে। আন্তর্জাতিক নারী দিবস পালন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৩৯ জন। সভায় কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয় এবং জেলা সম্পাদিকার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খণ্ড-30
সংখ্যা-8