গত ২৫ ফেব্রুয়ারি পার্টির বাঁকুড়া জেলা কমিটির সদস্য কমরেড মলয় দুবের স্মরণসভা অনুষ্ঠিত হল বাঁকুড়া শহরে তাঁর বাসভবন সংলগ্ন পাঠকপাড়া অগ্রণী সংঘ ক্লাবে। উপস্থিত ছিলেন জেলার পার্টি কর্মীরা ও নেতৃত্ব, বিভিন্ন বামদলগুলির জেলা নেতৃবৃন্দ, ব্যাংক ইউনিয়নের নেতারা, এলাকার বিভিন্ন নাগরিকেরা, মলয়দার পরিবার পরিজন প্রমুখ। শুরুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করার পর শোক প্রস্তাব পাঠ করেন শহরের পার্টিকর্মী রবিন্দ্রনাথ চক্রবর্তী। সঞ্চালনা করেন বাবলু ব্যানার্জী। প্রয়াত কমরেডের প্রতি শ্রদ্ধায় স্মৃতিচারণায় স্মরণসভা হয়ে ওঠে খুবই আবেগময়। মলয়দার ছাত্রজীবনে নকশালবাড়ি আন্দোলনে যুক্ত হয়ে পড়া, তারপর জেলে যাওয়া, সেই সব দিনগুলির অশ্রুত নানান কাহিনী বক্তাদের কথায় উঠে আসে। ৭০ দশকের বিপ্লবী আদর্শের প্রতি সম্মান জানিয়ে মলয়দার বিশেষ গুণাবলী নিয়ে সকলেই বক্তব্য রাখেন। তাঁর সোজাসাপটা কথা বলা, আদর্শের প্রতি বলিষ্ঠতা, খোলামেলা মনন জগত, বিভিন্ন টালমাটাল সময়ে সংগ্রামী বামপন্থী চেতনা ধরে রাখা প্রভৃতি বৈশিষ্ট্যের কথা স্মরণ করেন। আজকের দিনে যখন মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে উঠছে তখন বামপন্থী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে মলয়দাদের মতো মানুষরা কতটা প্রয়োজনীয় সকলেই তা তুলে ধরেন। তাঁর স্বপ্ন সফল করার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। বক্তব্য রাখেন পার্টির নেতৃত্ব কার্তিক পাল, বাসুদেব বসু, জয়তু দেশমুখ। সিপিআই(এম) জেলা সম্পাদক অজিত পতি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের রিটায়ার্ড এ্যাসোসিয়েসনের উদয় অধুর্য্য, সিপিআই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ভাস্কর সিনহা, আরএসপির বর্ষিয়ান কমরেড গঙ্গাধর গোস্মামী, ফঃ বঃ এর পক্ষে বিশ্বজিৎ সিনহা, প্রয়াত কমরেড মলয় দুবের বাল্যবন্ধু এবং তাঁর ব্যাঙ্কের সহকর্মী ও তাঁর সাথে গ্রেপ্তার হওয়া বন্দন চ্যাটার্জী, বাঁকুড়া জেলার বিশিষ্ট পরিবেশবিদ শান্তব্রত সেন, বাঁকুড়া শহরের বিশিষ্ট চিকিৎসক অমিতাভ চট্টরাজ, অধ্যাপক আন্দোলনের নেতা প্রতীপ মুখার্জি, মলয় দুবের হাতে গড়া ক্লাব ‘পাঠকপাড়া অগ্রনী সংঘের’ সম্পাদক অশোক ভট্টাচার্য, বিশিষ্ট বামপন্থী নেতা তথা তাঁর কাকা মুক্তি দুবে প্রমুখ। বোম্বাই থেকে পার্টিনেতা শ্যাম গোহিল এবং পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ ঘোষের প্রেরিত বার্তা পাঠ করে শোনানো হয়। গান গেয়ে শোনান বাবুনি মজুমদার ও মনিষীতা নন্দী ব্যানার্জি। সভায় উপস্থিত থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানান আইসার সায়ন্তন রায়, আয়ারলার দীনবন্ধু মাল, কিষাণ মহাসভার বৈদ্যনাথ চীনা, বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী মজদুর ইউনিয়নের পক্ষে দিলবার খান, এ্যাপোয়ার কল্পনা দেশমুখ, মলয় দুবের একমাত্র কন্যা মিতুল দুবে (রায়), স্ত্রী নমিতা দুবে সহ অন্যান্যরা।