খবরা-খবর
শহীদ ইউসুফের রক্তে ভেজা চরমহতপুর! লড়াই জারি আছে!


ধুবুলিয়ার নওপাড়া অঞ্চলের প্রতিটি গ্রামে চলছে লাগাতার প্রচার অভিযান। ৯ জানুয়ারি চরমহতপুর গ্রামে প্রচার সভায় উঠে এলো চরের জমির লড়াইয়ের কথা। এই জমির অধিকার রক্ষা আন্দোলন করতে গিয়ে ২০১৪ সালে তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীদের হাতে খুন হয়ে যান কমরেড ইউসুফ মোল্লা। নয় বছর হয়ে গেল, প্রায় ৪০০ বিঘা চরের সেই জমি আজও অনাবাদী পড়ে রয়েছে। এতগুলো বছর ধরে খাস জমি চিহ্নিত করে বিলিবণ্টন করার কোনো প্রচেষ্টা তৃণমূল সরকার করেনি। জমির আন্দোলনের শক্তি তথা নকশালপন্থীরা যাতে এগিয়ে যেতে না পারে, ওরা সেই চক্রান্ত করছে। কিন্তু না, জমির অধিকারের লড়াই সিপিআই(এমএল) চালিয়ে যাবে। দ্রুতই সংগঠিত হবে মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ। প্রচারসভা থেকে নেতৃবৃন্দ সেই ঘোষণা করলেন।

তারা আরও বলেন, আবাস দুর্নীতি তৃণমূলের রাজত্বে গণতন্ত্রকে কবর দিয়েছে। পঞ্চায়েতে জনগণের অধিকারকে শেষ করে দিয়েছে। আবাসের দাবিতে দলে দলে বঞ্চিত মানুষেরা পঞ্চায়েতে বা ব্লক দপ্তরে ছুটে বেড়াচ্ছে। এতেই প্রমাণিত হচ্ছে তৃণমূলের সংস্কার মূলক প্রকল্পগুলি কতটা শূন্যগর্ভ! গরিব মানুষের সংকট কতখানি তীব্র। প্রচার সভায় বক্তব্য রাখেন অমিত মন্ডল, ঠান্ডু শেখ, কলম বিশ্বাস, সালেমা বিবি, আনসারুল হক ও জয়তু দেশমুখ। সঞ্চালনা করেন চরমহতপুরের নেতা সইদুল মোল্লা।

খণ্ড-30
সংখ্যা-2