স্পেন সরকার বিরাট জরিমানা করল ডেলিভারি হিরো-র স্থানীয় ব্যবসায়িক সংস্থা গ্লোভো-কে। জরিমানার পরিমাণ – ৭৯ মিলিয়ন ইউরো বা ৭৮ মিলিয়ন ডলার!
স্পেনের শ্রমমন্ত্রী ওলান্ডা ডিয়াজ্ অভিযোগ করেছেন, ওই সংস্থাটি শ্রম আইনকে লঙ্ঘন করেছে। গ্লোভো ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত লিখিত চুক্তির ভিত্তিতে ডেলিভারি কর্মীদের নিয়োগ করেনি, শ্রম-আইন মোতাবেক সামাজিক সুরক্ষা ও অন্যান্য খাতে বিধিবদ্ধ তহবিলের টাকা জমা দেয়নি।
আমাদের দেশে মোদী যখন বিভিন্ন সংস্থায় লেবার ইন্সপেক্টারদের সরাসরি হাজির হয়ে নথিপত্র পরীক্ষা করার আগেকার আইন বাতিল করল “সহজে ব্যবসা করার শর্তে” তখন স্পেনের ইন্সপেক্টারের অনুসন্ধানে ধরা পড়ল নানা জাল জুয়াচুরি করে ওই সংস্থাটি গিগ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কিভাবে বঞ্চিত করেছে।
স্পেন হল ইউরোপের প্রথম দেশ, যেখানে গিগ শ্রমিকদের স্বার্থরক্ষার্থে আইন পাশ হয়। যে আইনবলে ঘোষণা করা হয় যে গিগ শ্রমিকদের লিখিত চুক্তির ভিত্তিতে নিয়োগ করতে হবে। সামাজিক সুরক্ষা, সবেতন ছুটি সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে। এই মর্মে গত বছর আগস্ট মাসে এই আইন লাগু হয়। সেই আইন লঙ্ঘিত হওয়ায় স্পেন সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করল।